shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

অভিষেকের মেয়েকে নিয়ে 'কুমন্তব্য' মামলায় মারধর! CBI তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে গ্রেপ্তার হয়েছিলেন দুই মহিলা।
Published By: Paramita PaulPosted: 07:39 PM Nov 11, 2024Updated: 08:14 PM Nov 11, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে গ্রেপ্তার হয়েছিলেন দুই মহিলা। পুলিশি হেফাজতে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। এবার সেই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

আর জি করের (RG Kar Hospital) ঘটনার প্রতিবাদের জমায়েত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার ভিডিও (Viral Video) ভাইরাল হয়। তার জন্য আর্থিক পুরস্কারের কথাও বলা হচ্ছে।  যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। এই ঘটনার প্রেক্ষিতে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। হেফাজতে তাঁদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে। যা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল একক এবং ডিভিশন বেঞ্চ। অন্যদিকে অভিযোগের তদন্তের জন্য দুই পুলিশ আধিকারিকের এসইটি (SET) গঠন করেছিল রাজ্য। পাশাপাশি হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা।

সেই মামলায় শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। পাশাপাশি রাজ্যের কাছে ৭ আইপিএস আধিকারিকের নামের তালিকা তলব করা হয়েছে। যাদের বাড়ি বাংলায় নয়। এবং তালিকার অন্তত ৫ জন মহিলা আধিকারিক হতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৮ তারিখ। ওইদিন সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এবার ওই তালিকা থেকে নতুন করে এসইটি গঠন করে দেবে শীর্ষ আদালত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে গ্রেপ্তার হয়েছিলেন দুই মহিলা।
  • পুলিশি হেফাজতে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
  • এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
Advertisement