shono
Advertisement

‘ধর্ষক’ মহিলা? বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

মহিলা ধর্ষণ করতে পারেন না, কিছু দিন আগে জানায় এলাহাবাদ হাই কোর্ট।
Posted: 05:31 PM Dec 02, 2023Updated: 06:10 PM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও মামলাই গুরুত্বপূর্ণ, তথাপি এমন জটিল মামলার মুখে সচরাচর পড়েন বিচারপতিরা। প্রশ্ন উঠছে, ধর্ষণের মামলায় কি একজন মহিলাকে অভিযু্ক্ত করা যায়? ৬২ বছর বয়সি বৃদ্ধা মহিলা অবশ্য যাবতীয় দাবি অস্বীকার করেছেন। তবে মামলাটি শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃদ্ধার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল কেন?

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার ছেলের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক হয় আমেরিকাবাসী এক তরুণীর। ভয়েস কলের’ মাধ্যমে ‘বিয়ে’ হয় উভয়ের। যুবকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ না হলেও তরুণী ভারতে ‘শ্বশুরবাড়িতে’ এসে ওঠেন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশবাসী বৃদ্ধার ছোট ছেলেও দেশে ফিরে আসেন। এর পরেই নাটকীয় মোড় নেয় ঘটনা।

 

[আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, লণ্ডভণ্ড হবে বাংলা?]

বৃদ্ধার দাবি, তাঁর পরিবারের বেশ কিছু সদস্য বড় ছেলে এবং ওই তরুণীর সম্পর্ক ভাঙার জন্য জন্য চাপ দেন। গ্রামের পঞ্চায়েত সদস্যদের উপস্থিতি তরুণী রাজি হন। লিখিত চুক্তিতে এর জন্য তাঁকে ১১ লক্ষ টাকা দেওয়া হয়। যদিও তরুণী বয়ান সম্পূর্ণ ভিন্ন। তিনি জানিয়েছেন, বৃদ্ধার ছোট ছেলেকে বিয়ে করতে তাঁকে চাপ দিতে থাকেন বৃদ্ধা ও ছোট ছেলে। এমনকী ছোট ছেলের ঘরে তাঁকে জোর করে ঢুকিয় দেন বৃদ্ধা। ওই যুবক তাঁকে ধর্ষণ করেন, অশ্লীল ছবিও তোলেন।

 

[আরও পড়ুন: ‘কেন বেশি আদরযত্ন পাবে?’, রাগে ৩ বছরের ননদকে দুধে বিষ মিশিয়ে ‘খুন’ বউদির]

এই মামলাতেই ছোট ছেলের পাশাপাশি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে ৬২ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এর ফলেই প্রশ্ন উঠছে, কোনও মহিলাকে কি ধর্ষণে অভিযুক্ত করা যায়? উল্লেখ্য, কিছুদিন আগে একটি মামলায় এলাহাবাদ হাই কোর্ট জানিয়েছিল, মহিলা ধর্ষণ করতে পারেন না। তবে ধর্ষণে সাহায্যের ঘটনায় দোষী সাব্যস্ত হতে পারেন। সেক্ষেত্রে উপযুক্ত শাস্তি প্রাপ্য তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement