shono
Advertisement

পা ফেলামাত্রই মড়মড়িয়ে ভাঙল কাচের সেতু! মন শক্ত করে ঘুরে আসুন চিনে

স্বচ্ছ কাচের ব্রিজটিই হুয়াজি ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার পার্কের অন্যতম আকর্ষণ৷ The post পা ফেলামাত্রই মড়মড়িয়ে ভাঙল কাচের সেতু! মন শক্ত করে ঘুরে আসুন চিনে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM May 30, 2019Updated: 05:21 PM May 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়ায় চলতে কেমন লাগে জানেন? কখনও অনুভব করেছেন? শুনে আশ্চর্য হচ্ছেন? ধরুন,দীর্ঘ একটি সেতুর উপর দিয়ে হাঁটছেন৷ নিচের দিকে তাকালেই স্পষ্ট গভীর নদী, জঙ্গল আর খাদ৷ একটু পা হড়কে গেলেই যেন সোজা গিয়ে পড়বেন সেখানে৷ বুকে এমন ধুকপুকানি নিয়েই টানা সেতুটা পার হতে হবে৷ এই অবস্থায় যে কারও হাড় হিম হয়ে যাওয়ার কথা৷ স্নায়ু বশে রাখা খুবই কঠিন৷ এই অবস্থাকেই আকাশে হাঁটার সঙ্গে তুলনা করা হচ্ছে৷

Advertisement

[ আরও পড়ুন: সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু, ফের নির্বাচন ইজরায়েলে]

কিন্তু পৃথিবীতে এমন সাহসী মানুষজনও আছেন, যাঁদের অভিধানে ‘ভয়’ শব্দটাই নেই৷ আর তাঁদের অবশ্য গন্তব্য চিনের জিয়াংশু প্রদেশের অ্যাডভেঞ্চার পার্ক৷ এখানেই রয়েছে সেই সেতু৷ যার উপর দিয়ে পার হতে গেলে, আপনার স্নায়ু টানটান থাকা দরকার৷ নাহলেই বিপদের উপর হাঁটছেন বলে মনে হবে৷ নিচের দিকে তাকিয়ে দেখতে পাবেন, গভীর খাদ, বইছে নদী৷ মাটি থেকে অন্তত ১০০ মিটার উপরে একটি সেতু৷ পুরোপুরি স্বচ্ছ৷ মনে হবে যেন, শূন্যে হাঁটছেন৷

কিন্তু ম্যাজিকটা কী? ম্যাজিকটা লুকিয়ে ব্রিজের গঠনের মধ্যে৷ ৫১৮ মিটার দীর্ঘ সেতুটি তৈরি স্বচ্ছ কাচ দিয়ে তৈরি৷ একসঙ্গে অন্তত ২৬০০ মানুষ হাঁটতে পারেন৷ সাড়ে তিন সেন্টিমিটার পুরু একেকটি কাচের প্লেট দিয়ে গোটা সেতুটা তৈরি৷ এর বিশেষত্ব এটাই যে কাচের প্রকৃতি এমনই যে এর উপর পা ফেললে মনে হবে যেন মটমট করে একেকটি কাচের টুকরো ভেঙে গেল৷ আর সেটাই ভয় জন্ম দেয় অনেকের মনে৷ কিন্তু বাস্তবে তা হয় না৷ এটা শুধুই দৃষ্টিভ্রম৷ কাচ কাচের মতোই থাকে, কোথাও কিছু ভাঙে না৷ এমনকী ২৫০০ লোক একসঙ্গে হাঁটলেও কোনও বিপদ নেই৷

এই মাস থেকে হুয়াজি ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার পার্কে খুলে গিয়েছে এই সেতুটি৷ আর তারপর থেকেই ভিড় বাড়ছে কাচের সেতুর উপর দিয়ে হাঁটার জন্য৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে একটাই সতর্কবার্তা, হৃদয় দুর্বল হলে মোটেই কাচের সেতুতে ওঠা চলবে না৷ তারপর হৃদরোগে আক্রান্ত হলে, কোনও দায় নেবে না কর্তৃপক্ষ৷ তাই মন শক্ত করে উঠে পড়ুন হুয়াজি অ্যাডভেঞ্চার পার্কের স্বচ্ছ কাচের সেতুতে৷ 

[ আরও পড়ুন: ইসলামের ‘অবমাননা’, পাকিস্তানে জ্বলল হিন্দুদের ঘর]

The post পা ফেলামাত্রই মড়মড়িয়ে ভাঙল কাচের সেতু! মন শক্ত করে ঘুরে আসুন চিনে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement