shono
Advertisement

ইভটিজিংয়ের প্রতিবাদের শাস্তি! প্রকাশ্যে স্কুল ছাত্রীর গলায় ছুরি যুবকের

অভিযুক্ত যুবক স্কুল ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বলে খবর।
Posted: 07:34 PM Jan 16, 2024Updated: 07:35 PM Jan 16, 2024

বাবুল হক, মালদহ: ইভটিজিংয়ের প্রতিবাদের শাস্তি! প্রকাশ্যে স্কুল ছাত্রীর গলায় ছুরি চালাল যুবক। মঙ্গলবার দুপুরে এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল পুরাতন মালদহ। অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে ওই যুবক পথ আটকে সহপাঠীদের সামনেই অষ্টম শ্রেণির পড়ুয়ার গলায় ছুরি চালায় যুবক। শরীরের বিভিন্ন অংশেও আঘাত করে। কিশোরীকে খুনের চেষ্টা করা হয়। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুলছাত্রীকে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি।

Advertisement

প্রাথমিক তদন্তের পর ওল্ড মালদহ থানার পুলিশ জানিয়েছে, কটুক্তির প্রতিবাদ করায় মেয়েটি আক্রান্ত হয়েছে। রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হামলার সেই ছবি। পুলিশ ইতিমধ্যেই সেই ভিডিও, ছবি সংগ্রহ করেছে। এলাকার বাসিন্দা উজ্জ্বল মণ্ডল নামের তেইশ বছরের এক যুবক এই হামলা চালায় বলে অভিযোগ। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওল্ড মালদহের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের আটমাইল এলাকায়।

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই ছাত্রীর বয়স ১৪ বছর। সে আটমাইল এলাকার একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণিতে পাঠরত। বাড়ি গোয়ালপাড়া এলাকায়। স্কুল ছুটির পর কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সেই সময় অভিযুক্ত যুবক আচমকা ছুরি নিয়ে ওই ছাত্রীর উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, হামলাকারী যুবকের নাম উজ্জ্বল মণ্ডল (২৩)। তার বাড়ি ওই বেসরকারি স্কুলের পাশেই। দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে ছেলেটি উত্যক্ত করছিল। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এই হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

আহত ছাত্রীর সহপাঠীরা পুলিশকে জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই উজ্জ্বল মণ্ডল নামে এক যুবক মেয়েটিকে বিরক্ত করছিল। প্রেমের প্রস্তাব দেওয়া থেকে শুরু করে রাস্তাঘাটে নানাভাবে উত্যক্ত করছিল। এই ঘটনায় মেয়েটি প্রতিবাদ করেছিল। এক সহপাঠীর কথায়, “এদিন স্কুল ছুটির পর আমরা কয়েকজন মিলেই রোজকার মতো রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। ওই যুবক রাস্তার ধারে কোথাও লুকিয়ে ছিল। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমার সামনেই ওকে (আক্রান্ত ছাত্রী) ধরে গলায় চাকু মারে। এলোপাথাড়ি চাকু মারতে থাকে। আমরা চিৎকার করি। ‘ও’ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। এরপরেই আমাদের আর্ত চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন।” ঘটনাস্থলে ছুটে যান ওই বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তাঁরাও হতবাক হয়ে যান।

[আরও পড়ুন: খাস কলকাতার রাস্তায় মদ্যপের তাণ্ডব, ভ্যানচালককে ধাক্কার পর গাড়ির উপর নাচ যুবকের!]

ওই বেসরকারি বাংলা মিডিয়ামের প্রধান শিক্ষিকা সায়নী সাহা বলেন, “অভিযুক্ত ছেলেটির বাড়ি স্কুলের পাশেই। ওই ছাত্রীটিকে কয়েকদিন ধরে বিরক্ত করছিল। তারই প্রতিবাদ করেছিল মেয়েটি। এরপরই ভরদুপুরে রাস্তার মধ্যে ছাত্রীর উপর চাকু নিয়ে হামলা চালায়। আমরা এখন আতঙ্কিত হয়ে পড়েছি। পুলিশকে অভিযোগ জানিয়েছি। পুলিশ সিসিটিভির ফুটেছ তদন্তের জন্য নিয়ে গিয়েছে। আমরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” মালদহ থানার পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির এক ছাত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। স্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার