shono
Advertisement

Breaking News

Rakesh Sharma

'নতুন মানুষ হয়ে ফেরো', 'গগনযাত্রী' শুভাংশুকে শুভেচ্ছা প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার

ভারতের নিজস্ব 'গগনযান' মিশনে থাকতে না পারার আক্ষেপ তাঁর গলায়।
Published By: Sucheta SenguptaPosted: 06:57 PM Jun 08, 2025Updated: 07:08 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃতিত্বের শেষ নেই। দেশের প্রথম মহাকাশচারী হিসেবে ইতিহাসে তাঁর নাম লেখা হয়েছে স্বর্ণাক্ষরে। দেশবাসীর হৃদয়ে তাঁর নাম খচিত চিরকালের মতো। এসব সত্ত্বেও আক্ষেপ ঝরে পড়ল প্রাক্তন উইং কমান্ডার রাকেশ শর্মার গলায়। ১৯৮৪ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সয়ুজ ক্যাপসুলে মহাকাশ ভ্রমণ হয়েছে। কিন্তু বড় সাধ ছিল ভারতের নিজস্ব মহাকাশযানে করে অন্তরীক্ষ পরিভ্রমণ। কিন্তু বয়স বাধ সেধেছে। 'গগনযান' মিশনে থাকতে না পারলেও উত্তরসূরিকে দিলেন দারুণ এক বার্তা। 'গগনযাত্রী' গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার উদ্দেশে রাকেশ শর্মার বার্তা, ''সাবধানে অভিযান সম্পূর্ণ করো। মহাকাশে গিয়ে যা দেখতে চাও, দু'চোখ ভরে দেখো। তারপর একজন নতুন মানুষ হয়ে ফেরো।''

Advertisement

২০২৫-২০২৬ সালের মধ্যে 'গগনযান' মিশনের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো। মোদি সরকারের 'মেক ইন ইন্ডিয়া'র অধীনে একেবারে নিজস্ব প্রযুক্তিতে চলছে প্রস্তুতি। সাহায্য করছে নাসা, রাশিয়ার রসকসমসও। এটাই প্রথম ভারতের মহাকাশ অভিযান। তিনজন অভিযাত্রীকে নিয়ে মহাশূন্যে পাড়ি দেবে 'গগনযান'। তাঁদের একজন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। মিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। আসন্ন এই অভিযান নিয়ে শুভাংশুকে শুভেচ্ছা জানাতে গিয়ে নানা কথা শেয়ার করলেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা।

'গগনযান' মিশনের পাইলটরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি একটু আগেই জন্মে গিয়েছি। নইলে ভারতের নিজস্ব মহাকাশ মিশনে অংশ নেওয়া আমার কাছে স্বপ্নের মতো। আমি তো পরীক্ষীত (tested pilot) আমার সময় তো সেটা হল না।'' এখন তো মহাকাশ যাত্রা আর ঠিক বিজ্ঞানের স্তরে আটকে নেই। পর্যটনের পর্যায় পৌঁছে গিয়েছে। তা নিয়ে রাকেশ শর্মার বক্তব্য, ''বেসরকারি উদ্যোগ এখন মানুষকে মহাকাশে নিয়ে যাচ্ছে। আমার মনে হয়, এটা সাধারণ মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে।''

প্রায় চার দশক পর তাঁর উত্তরসূরি হতে চলেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। তাঁকে শুভেচ্ছা জানিয়ে রাকেশ শর্মা বললেন, ''শুভাংশুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সাবধানে ঘুরে এসো। যা দেখতে চাও, দু'চোখ ভরে দেখো। এই মহাকাশ যাত্রা তোমাকে অন্য মানুষ করে তুলবে। একজন নতুন মানুষ হিসেবে ফিরে এসো, যেমনটা আমার হয়েছিল। হয়তো বদলটা এখন বোঝা যাবে না। কিন্তু বছরের পর বছর ধরে এ ধরনের অভিজ্ঞতায় পৃথিবীর নানা বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'গগনযান' মিশনের জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা পূর্বসূরি রাকেশ শর্মার।
  • 'নতুন মানুষ হয়ে ফেরো', শুভেচ্ছা ভারতের প্রথম মহাকাশচারীর।
  • ভারতের নিজস্ব মিশনে থাকতে না পারার আক্ষেপ তাঁর গলায়।
Advertisement