shono
Advertisement
Environment News

পরিবেশ সুরক্ষায় বাড়ছে গুরুত্ব, একাদশের পাঠ্যসূচিতে চালু এনভায়রনমেন্টাল সায়েন্স

নিজের এক্স হ্যান্ডলে খবরটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Published By: Sucheta SenguptaPosted: 02:01 PM May 15, 2025Updated: 02:46 PM May 15, 2025

স্টাফ রিপোর্টার: স্কুল স্তর থেকে পরিবেশ রক্ষায় গুরুত্ব বাড়ছে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি থেকে পড়ানো হবে পরিবেশ বিজ্ঞান। বুধবার নিজের এক্স অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধু পাঠ্যসূচিতে বিষয়টি যোগ করে ক্লাসে পড়ানোই নয়, হবে প্র্যাকটিক্যাল ক্লাসও। এক্স হ্যান্ডলে শিক্ষামন্ত্রী লিখেছেন, 'প্র্যাকটিক্যাল ক্লাস-সহ এই বিষয় চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হল। একাদশ শ্রেণি থেকে যারা এই বিষয়ে পড়াশোনা করবে পরবর্তীতে তারা স্নাতক, স্নাতকোত্তরেও পঠনপাঠনে সুবিধা পাবে।'

Advertisement

পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় নিয়ে পড়লে আগামিদিনে পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। সেকথাও নিজের এক্স হ্যান্ডলেই পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুধু নতুন বিষয় পড়ানোর ঘোষণা নয়, নতুন এই বিষয় নিয়ে রাজ্যের অনেক স্কুলে ক্লাস করানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

রাজ্যের স্কুলগুলিতে বিভিন্ন ক্লাসে পড়ানো হয় পরিবেশ বিজ্ঞান। তবে তা খুবই সামান্য। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বিষয় হিসেবে পরিবেশ বিজ্ঞান ছিল না। আবার স্নাতক স্তরে বাধ্যতামূলকভাবে পড়তে হতো এই বিষয়টি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই বিষয়টি পড়তে পারবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। তবে এবার একাদশে চালু হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, উচ্চ মাধ্যমিকের পর যার সুবিধা পাওয়া যাবে স্নাতক স্তরে। কলেজে সরাসরি এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্স নিয়ে ভর্তি হওয়া সহজ হবে বলে মনে করছে শিক্ষামহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে স্কুলস্তরেও।
  • চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির সিলেবাসে যুক্ত হচ্ছে পরিবেশ বিজ্ঞান।
  • এক্স হ্যান্ডলে খবরটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Advertisement