shono
Advertisement

১৬ সেকেন্ডে কন্ট্রোল রুম থেকেই আদিত্যের গতিপথ সংশোধন, জানাল ইসরো

আদিত্যর স্বাস্থ্যও ‘ভালই’ আছে, জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
Posted: 11:28 AM Oct 09, 2023Updated: 11:35 AM Oct 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঠিক সময়ে গতিপথের সামান‌্য সংশোধন। তাতেই সাফল‌্য। আদিত‌্য এল-ওয়ান (Aditya L1) তার সূর্যমুখী অভিযান যথাযথভাবেই চালাচ্ছে বলে আশ্বস্ত করল ইসরো (ISRO)। শুধু তাই নয়, এখনও পর্যন্ত অভিযানের সমস্ত ধাপ সফল হয়েছে, মহাশূন্যে ইসরোর সৌর-সওয়ারির স্বাস্থ‌্যও ‘ভালই’ আছে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

Advertisement

কী সংশোধন করতে হয়েছে আদিত‌্য-এল ওয়ানের ক্ষেত্রে? ইসরোর উত্তর, গত ৬ অক্টোবর অর্থাৎ শুক্রবার আদিত‌্য এল-ওয়ান যানটির ‘ট্র‌্যাজেক্টরি কারেকশন ম‌্যানুয়েভর’ তথা টিসিএম (TCM) করা হয়েছে। অর্থাৎ যানটির গতিপথের সামান‌্য বাঁক-বদল করা হয়েছে, যা দরকার ছিল। আসলে, ট্রান্স ল‌্যাগরেনজিয়ান পয়েন্ট ওয়ান ইনসারশন (TL1I) ধাপে ধরা পড়ে, আদিত‌্য যানটির গতিপথের সামান‌্য বদল করা দরকার।

[আরও পড়ুন: হামাসের হামলায় মৃত মার্কিনিরা, ইজরায়েলে যুদ্ধবিমান-রণতরী পাঠাল ক্ষুব্ধ আমেরিকা]

সময়ের মধ্যে সেই সংশোধন না করা হলে, তার প্রভাব অভিযানের শেষ ধাপে পড়তে বাধ‌্য। তাই কন্ট্রোল রুম থেকেই উদ্যোগ নিয়ে ‘ট্র‌্যাজেক্টরি কারেকশন’ করা হয়েছে। গোটা কাজটি করতে সময় লেগেছে মাত্র ১৬ সেকেন্ড। আর তা সফলও হয়েছে। এক্স (X) হ‌্যান্ডেলে ইসরো জানিয়েছে, বতর্মানে আদিত‌্য এল-ওয়ানের স্বাস্থ‌্য ভাল, সে স্থিতিশীলভাবেই গন্তব্যের দিকে অর্থাৎ সান-আর্থ এল-ওয়ান পয়েন্টের দিকে এগিয়ে চলেছে। গত ২ সেপ্টেম্বর, পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে সূর্যের অভিমুখে যাত্রা শুরু করেছিল আদিত‌্য-এল১। সাতটি বিভিন্ন ধারার পে-লোড সম্পন্ন এই যান, সূর্যের নানা দিক নিয়ে গবেষণা চালাবে।

[আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি: এবার রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই হানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement