সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। কেননা তা উত্তর ও দক্ষিণে সামান্য চাপা। কিন্তু এটুকু বাদ দিলে আপাত ভাবে তা গোলাকারই। টেলিস্কোপে চোখ রাখলে সৌরজগৎ এবং তার বাইরেও যত গ্রহ চোখে পড়ে সবাই একই রকম আকৃতিসম্পন্ন। কিন্তু এবার এক আশ্চর্য আকৃতির গ্রহ চোখে পড়ল গবেষকদের। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ খুঁজে পেল এমন এক গ্রহ, যার আকৃতি লেবুর মতোই! এই গ্রহটি এমনই 'ভূতুড়ে', তাকে দেখলে যেন গ্রহ ও তারার তফাতটাই গুলিয়ে যাচ্ছে।
'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স' নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র। সেখানেই জানানো হয়েছে এই অদ্ভুত গ্রহের কথা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একে PSR J2322-2650b নামে ডাকছেন। গ্রহটি যে নক্ষত্রমণ্ডলীর অন্তর্গত, সেই নক্ষত্রকে এটি একবার চক্কর খায় ৭-৮ ঘণ্টায়! অর্থাৎ এখানে এক বছর কেটে যায় মোটামুটি ৮ ঘণ্টাতেই। যে তারাকে সেটি পাক খায় সেটা একটা নিউট্রন তারা। অর্থাৎ আদপে তা বিশাল ভরের নক্ষত্রের ধ্বংসাবশেষ। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের মতো ভরের নক্ষত্রটি আদপে একটি শহরের মতো আয়তনের!
এদিকে জানা যাচ্ছে, গ্রহটিতে হিলিয়াম ও কার্বন রয়েছে প্রচুর পরিমাণে। সারাক্ষণ হাওয়া বয়। অর্থাৎ এই গ্রহের আবহাওয়া রীতিমতো অদ্ভুত। এর আগে এমন কোনও গ্রহের সন্ধান মেলেনি, যার বায়ুমণ্ডলে আণবিক কার্বন উপস্থিত। কেননা কোনও গ্রহের বায়ুমণ্ডলে থাকা কার্বনের নিজের সঙ্গে যুক্ত না হয়ে অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে। ওয়াশিংটন ডিসি-র কার্নেগি আর্থ অ্যান্ড প্ল্যানেটস ল্যাবরেটরির পিটার গাও বলছেন, ''ব্যাপারটা রীতিমতো অপ্রত্যাশিত। আমার মনে আছে, তথ্য হাতে পাওয়ার পর আমাদের সম্মিলিত প্রতিক্রিয়া ছিল, এটা আবার কী জিনিস?''
