সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতি এক মস্ত আঁতুরঘর! এখানেই মিলন, সন্তানের জন্ম, বেড়ে ওঠা - গোটা জীবনচক্র কেটে যায় প্রকৃতির বুকে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, বহু ঝড়ঝাপ্টা সামলে বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপদের বাসস্থান হয়ে উঠেছে ওড়িশার সমুদ্র সৈকত। বিশেষত রুশিকুল্লা, গহিরমাথার তট এলাকা। এসব জায়গায় এখন থেকেই শয়ে শয়ে কচ্ছপ ভিড় জমিয়েছে। ওদের মিলনকাল আসছে যে! জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অলিভ রিডলে কচ্ছপদের মিলনের সময়। ওড়িশা সৈকতের পরিবেশ ওদের জন্য একেবারে আদর্শ। প্রাণীবিদদের আশা, এবছর পরিবেশ এতটাই অনুকূল যে কচ্ছপদের রেকর্ড ভিড় হবে এখানে। সেই সংখ্যাটা অন্তত লাখখানেক।
ওড়িশার উপকূল আর অলিভ রিডলে কচ্ছপ প্রায় সমার্থক। মাঝে নানা ঘূর্ণিঝড়ের কারণে প্রকৃতি তছনছ হয়ে যাওয়ায় ওদের সমস্যা হয়েছিল। সেসময় উপকূল থেকে প্রায় উধাও হয়ে গিয়েছিল উভচরদের দল। ওদের অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়েছিলেন প্রাণীবিদরা। তবে বছর ঘুরে প্রকৃতি ফের আপন ছন্দে ফিরতেই অলিভ রিডলে কচ্ছপদের জমায়েত শুরু হয়েছে। বলা হচ্ছে, ওড়িশার সৈকতের মাঝারি-মসৃণ বালি, উষ্ণতা, ঢেউয়ের উচ্চতা, হাওয়ার বেগ - সব একেবারেই এই বিরল কচ্ছপদের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ। রাতের আঁধারে ধীরে ধীরে স্ত্রী কচ্ছপরা সৈকতে গিয়ে বালির মাঝে ডিম পাড়ে। ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরয়। চাঁদনি রাতে নাকি সৈকতে সেই দৃশ্য অপূর্ব!
অলিভ রিডলে কচ্ছপ এমনিতেই বিরল প্রজাতির। ওড়িশাই মূলত তাদের বাসস্থান। তাদের সংরক্ষণে ওড়িশা সরকার আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে। সাতমাস ওড়িশার এসব সৈকতে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে। কচ্ছপের দল যাতে নিরাপদে মিলিত হতে পারে, তার জন্য সমুদ্রতটে প্রহরা বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর তরফে আলাদা করে টহল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অপারেশনের নাম - 'অপারেশন অলিভিয়া'। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওড়িশা উপকূলে প্রচুর কাঁকড়া, জেলিফিশের দরুণ তাদের খাদ্য সরবরাহ পর্যাপ্ত। সেইসঙ্গে বালির উষ্ণতা, হাওয়ার গতিবেগ, সমুদ্রের জলের স্রোত - সবমিলিয়ে যে পরিবেশ, তাতে বেশ ভালোভাবেই থাকে অলিভ রিডলে কচ্ছপরা। এবছর তাদের মিলনকালে এত কচ্ছপের সমারোহ সৈকতের চেহারাই বদলে দেবে বলে মনে করছেন পরিবেশবিদরা।
