সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশের 'লাল লণ্ঠন' মঙ্গলগ্রহ। নাসার কিউরিওসিটি রোভার সেখানে নজরদারি চালাচ্ছে বহুদিন ধরেই। এবার রাতের আকাশে তারা ছবি তুলল উজ্জ্বল মেঘের! যার আকৃতি অনেকটা পালকের মতো। নাসা শেয়ার করেছে ছবিটি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
গত ২৭ জানুয়ারি মঙ্গলের নৈশ আকাশে জ্বলজ্বলে ওই মেঘ দেখতে পেয়েছে কিউরিওসিটি। নাসার তরফে জানানো হয়েছে, 'রাতের উজ্জ্বল মেঘের ওই ছবিগুলি তোলা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারিতে মঙ্গলের আকাশে ভেসে চলা সবুজাভ মেঘের ভিডিও-ও তোলা হয়েছে।'
এর আগে গত বুধবার আরও একটি ভিডিও শেয়ার করেছিল নাসা। সেখানেও দেখা গিয়েছিল কীভাবে রাতের আকাশে ভেসে চলেছে মেঘের দল। বলে রাখা ভালো, মঙ্গলের আকাশের সব মেঘ জলে ভরা নয়। কার্বন ডাইঅক্সাইডের মেঘও রয়েছে। সূর্যাস্তের পর সূর্যের আলোর কারণে যাদের ঈষৎ রঙিন দেখায়।
উল্লেখ্য, মঙ্গলগ্রহকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, এই লালগ্রহে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব কিনা, তা নিয়ে চলছে নিরন্তর গবেষণা। সেই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে রোভার পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
২০১১ সালের ২৬ নভেম্বর পৃথিবী থেকে পাড়ি দেয় নাসার কিউরিওসিটি রোভার। প্রায় নয় মাসের সফরের শেষে ২০১২ সালের ৬ আগস্ট মঙ্গলের ‘গ্লেন ক্রেটার’-এ অবতরণ করে যানটি। তারপর থেকেই সেখানে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছে রোভারটি। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওই খাদের মাঝে শার্প পর্বতে এসে পৌঁছায় কিউরিওসিটি। ওই খাদেই জৈব পদার্থ ও একটি শুকিয়ে যাওয়া হ্রদের সন্ধান দিতে সক্ষম হয় যানটি। এবার নয়া অত্যন্ত উন্নতমানের ছবি পাঠিয়ে বিজ্ঞানীদের হাতে রীতিমতো তথ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভার তুলে দিয়েছে কিউরিওসিটি।
