সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহ নয়, মহাকাশে বন্দিদশা কাটিয়ে এ সপ্তাহেই ধরিত্রীর মাটিতে পা রাখতে চলেছেন দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর! এমনই সুখবর শোনাল নাসা। ১৯ মার্চ নয়, সপ্তাহান্তেই দুজনকে নিয়ে পৃথিবীতে পৌঁছতে চলেছে নাসার স্পেস এক্স ড্রাগন স্পেসক্র্যাফট। সব ঠিক থাকলে ১৬ মার্চ তারিখই সেই সুদিন আসছে। প্রায় ৯ মাস পর দুই নভোচর সুনীতা উইলয়ামস এবং বুচ উইলমোর শ্বাস নেবেন পৃথিবীর হাওয়ায়।
নাসা সূত্রে খবর, আগামী ১২ মার্চ অর্থাৎ বুধবার ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন (Falcon 9)রকেট উৎক্ষেপণ করা হবে। এবার আর বোয়িং স্টারলাইনার এয়ারক্র্যাফট পাঠানো হচ্ছে না। কারণ, গত বছর এই স্টারলাইনারের রকেটই সুনীতা ও বুচকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দিয়েছিল। ১০ দিন পর তাঁদের ফেরার কথা থাকলেও এই রকেটে যান্ত্রিক ত্রুটি হওয়ায় আর ফিরতে পারেননি তাঁরা। সেকথা মাথায় রেখেই এবার স্টারলাইনারের বদলে ভরসা রাখা হল এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের উপর। এই সংস্থার ক্রিউ-১০'এ চড়ে তাঁরা ফিরবেন।
নাসার আধিকারিক স্টিভ স্টিচ জানিয়েছেনন, ক্রিউ-১০'এ ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হবেন সুনীতা, বুচ। তা পরবর্তী সময়ে মহাকাশ অভিযানের ক্ষেত্রে কতটা কার্যকর হবে, তার প্রাথমিক পরীক্ষাও হয়ে যাবে এই মিশনে। উল্লেখ্য, গত ৯ মাস ধরে মহাশূন্যে বন্দি থাকা দুই নভোচরকে ফেরাতে 'বন্ধু' এলন মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেন মাস্ক। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে স্পেস এক্স। তা সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফেরানো হচ্ছে তাঁদের। সপ্তাহান্তে সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর পৃথিবীতে পদার্পণ করলে তৈরি হবে নতুন ইতিহাস।
