shono
Advertisement
Sunita Williams

'মিস করব', পৃথিবীতে ফেরার আগে কেন মনখারাপ সুনীতা উইলিয়ামসের?

মাস দশেক মহাকাশে থাকার পর ১৯ মার্চ 'বাড়ি' ফিরবেন সুনীতা।
Published By: Biswadip DeyPosted: 04:11 PM Mar 06, 2025Updated: 04:11 PM Mar 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারহীনতাই যেন স্বাভাবিক হয়ে উঠেছিল তাঁর জীবনে। মাসের পর মাস পৃথিবী থেকে দূরে মহাকাশের কোলে কাটিয়েছেন সুনীতা উইলিয়ামস। এবার ঘরে ফেরার পালা। সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চই 'বাড়ি' ফিরবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। কিন্তু ফেরার আগে যেন মনখারাপ তাঁর। জানাচ্ছেন, তিনি মিস করবেন। এখানকার সব কিছুই।

Advertisement

আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেই এক সাংবাদিক সম্মেলন করেছেন সুনীতা। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয় পৃথিবীতে ফেরার পর তিনি এই অন্তরীক্ষবাসের অভিজ্ঞতার কোনটা মিস করবেন। উত্তরে সপাট জবাব তাঁর, ''সব কিছুই।'' নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুনীতাকে বলতে শোনা গিয়েছে, ''এই নিয়ে আমি আর বুচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এলাম তিনবার। আমরা একসঙ্গেই কাজ করছে। এই জায়গাটাকেও বদলাতে দেখেছি একসঙ্গেই। এখানে থাকলে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি প্রাপ্তি হয়। কেবল জানলা দিয়ে বাইরে তাকানোই নয়। সমস্যার সমাধানেও। এখান থেকে চলে যাওয়ার পরও এতদিনের প্রাপ্ত অনুপ্রেরণার ঝলকানি ও দৃষ্টিভঙ্গিকে আমি হারাতে দেব না। সবকিছুই বোতলবন্দি করে নিয়ে যাচ্ছি।''

কিন্তু কেমন ছিল প্রায় দশমাস মহাকাশে বন্দি থাকার অভিজ্ঞতা? কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? উত্তরে সুনীতা জানাচ্ছেন, ''আমাদের প্রতিদিন ফোকাস ঠিক রাখতে হত। কিন্তু আমাদের পরিবার ও সমর্থকরা, যাঁরা বাড়িতে ছিলেন, তাঁদের কাছে এটা ছিল রোলার কোস্টারের মতো। সবচেয়ে কঠিন ব্যাপারটা ছিল, কবে আমরা ফিরব সেটাই জানা ছিল না। এই অনিশ্চয়তাই ছিল সবচেয়ে কঠিন বিষয়।''

গত বছরের মে মাসে স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাঁদের ফেরার কথা ছিল জুনে। কিন্তু যান্ত্রিক রকেটে ত্রুটির কারণে তাঁদের ফেরা বিলম্বিত হয়েছে। মার্চে পৃথিবীর মাটিতে তাঁরা পা রাখতে পারবেন বলে জানিয়েছে নাসা। আর ফেরার প্রাক্কালেই সুনীতা জানালেন, যতই প্রতিকূল হোক এই ক'দিনের অভিজ্ঞতা, তবুও এখানকার সব কিছুই তিনি মিস করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সব কিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চই 'বাড়ি' ফিরবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।
  • কিন্তু ফেরার আগে যেন মনখারাপ তাঁর।
  • জানাচ্ছেন, তিনি মিস করবেন। এখানকার সব কিছুই।
Advertisement