shono
Advertisement

Breaking News

Mars

মেঘের উপর অবস্থান! বিশ্বের উচ্চতম এভারেস্টের চেয়েও উঁচু আগ্নেয়গিরি মঙ্গলের বুকে

পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি মাউনা লোয়াও এর কাছে বামন!
Published By: Sucheta SenguptaPosted: 06:19 PM Jun 07, 2025Updated: 06:25 PM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ময়ের পর বিস্ময় নিয়ে বিজ্ঞানীদের সামনে স্বরূপ প্রকাশ করছে লাল গ্রহ। সম্প্রতি নাসার ওডিসি অরবিটারের পাঠানো বেশ কিছু ছবিতে ধরা পড়েছে নয়া বিস্ময়। মঙ্গলের এক আগ্নেয়গিরির অস্তিত্ব পাওয়া গিয়েছে, যা নাকি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু! মঙ্গলের মাটি থেকে যার উচ্চতা প্রায় ২০ কিলোমিটার উঁচু। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি মাউনা লোয়া ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার উঁচুতে দাঁড়িয়ে। তুলনা করলে মঙ্গলের ওই আগ্নেয়গিরির কাছে প্রায় বামন মাউনা লোয়া।

Advertisement

সম্প্রতি নাসার ওডিসি অরবিটার লাল গ্রহের বেশ কিছু ছবি পাঠিয়েছে। তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের ওই আগ্নেয়গিরির নাম আরসিয়া মনস। মঙ্গলের নিরক্ষীয় অঞ্চলের দিকে এর অবস্থান। ওডিসির নতুন ছবিতে দেখা গিয়েছে, লাল গ্রহের এই অংশটি সূর্য থেকে অনেকটা দূরে। তাকে ঘিরে রয়েছে মেঘের বলয়, যাকে বলা হচ্ছে 'অ্যাফেলিয়ন ক্লাউড বেল্ট'। এই অংশে ধুলো এবং বরফশীতল মেঘের অবস্থান টের পাওয়া যাচ্ছে। মঙ্গলের আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশও বদলায়।

নাসার গ্রহ বিশেষজ্ঞ মাইকেল ডি স্মিথের কথায়, ''আমরা এমন কিছু দেখতে পেয়েছি, যা আগে কখনও দেখা যায়নি। মঙ্গল ও তার পরিবেশ সম্পর্কে নতুন দিশা দেখাচ্ছে এসব ছবি। যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল।'' এই আগ্নেয়গিরি, আরসিয়া মনস লাল গ্রহের চরিত্রে অনেকটা আলো দেখাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সেইসঙ্গে মঙ্গল অভিযানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াও সম্ভব হবে।নাসার ওডিসি ২০০১ সাল থেকে মঙ্গলের মাটিতে কাজ করছে। তার মূল কাজ, মঙ্গলের মাটির উল্লম্ব ছবি তুলে পাঠানো। সেই বিশেষ 'থেমিস' ক্যামেরায় সম্প্রতি ধরা পড়েছে আগ্নেয়গিরির ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলের মাটিতে সদ্য মিলেছে আগ্নেয়গিরি, যা এভারেস্টের চেয়েও উঁচু!
  • নাসার যান ওডিসির ক্যামেরায় তোলা ছবিতে নয়া তথ্য।
  • মঙ্গল অভিযানের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
Advertisement