সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে নয়, স্করপেন ডুবোজাহাজের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে ফ্রান্সের ডিসিএনএস কোম্পানির অফিস থেকেই৷ শনিবার এই কথা জানিয়ে দিলেন ভারতীয় নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল সুনীল লানবা৷
এদিন নৌসেনার অস্ত্রভাণ্ডারে নবতম সংযোজন ‘ডেস্ট্রয়ার’ মোরমুগাওয়ের উদ্বোধনে গিয়েছিলেন অ্যাডমিরাল৷ সেখানে তিনি জানান, ভারতের তরফ থেকে উচ্চ পর্যায়ের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ যার সদস্যরা স্করপেনের তথ্য ফাঁসের তদন্ত শুরু করে দিয়েছেন৷ সেই তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷
প্রাথমিক তদন্তে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তা থেকে জানা গিয়েছে, ফরাসি জাহাজ নির্মাণ সংস্থা ডিসিএনএস-এর অফিস থেকে ফাঁস হয়েছে ডুবোজাহাজের নথি৷ ২২,৪০০ পাতার নথির অল্প কয়েকটি অংশই অনলাইনে প্রকাশ করা হয়েছিল৷ ভারতের নিরাপত্তার দোহাই দিয়ে বাকি অংশ কালো করে দেওয়া হয়েছিল৷ বিশেষজ্ঞদের মতে, যেটুকু তথ্য ফাঁস হয়েছিল, তাও অত্যন্ত বিপজ্জনক৷ তবে সেনার দাবি ছিল সেই তথ্য খুবই পুরনো৷
পুরো বিষয়টি ফরাসি সরকারকে জানানো হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে৷ ডিসিএনএস ও ফ্রান্স সরকারের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে৷
The post ভারতে নয়, স্করপেন তথ্য ফাঁস হয়েছে ফ্রান্সেই! appeared first on Sangbad Pratidin.