shono
Advertisement

প্রাকৃতিকভাবেই জল পরিশোধনে বড় ভূমিকা এই সামুদ্রিক প্রাণীটির, চলছে আরও গবেষণা

খেতে সুস্বাদু এই অমেরুদণ্ডী প্রাণী পরিবেশের বন্ধু, বলছে সাম্প্রতিক গবেষণা৷ The post প্রাকৃতিকভাবেই জল পরিশোধনে বড় ভূমিকা এই সামুদ্রিক প্রাণীটির, চলছে আরও গবেষণা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM Aug 18, 2019Updated: 04:32 PM Aug 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সি-ফুড খেতে যাঁরা ভালবাসেন, নরমসরম ঝিনুকের মাংস তাঁদের প্রিয় না হয়ে যায় না৷ অভিজ্ঞতা থেকে তাঁরা বলেন, এই ছোট সামুদ্রিক প্রাণীর মাংস নাকি দারুণ সুস্বাদু৷ কিন্তু রসনাতৃপ্তি ছাড়াও পরিবেশ রক্ষায় ঝিনুকের অবদান যে কতটা, তা বোধহয় বেশিরভাগ মানুষেরই অগোচরে৷

Advertisement

[আরও পড়ুন: ঘাতক প্লাস্টিক দূষণ, প্রাণ গেল সামুদ্রিক প্রাণী ডুগং মরিয়মের]

সম্প্রতি প্যারিসের একদল সমুদ্রবিজ্ঞানী ঝিনুকের উপর দীর্ঘ গবেষণা চালিয়েছেন৷ তাঁদের গবেষণালব্ধ ফলাফল বলছে, একদিনে ২৫ লিটার জল শোধন করার ক্ষমতা রাখে এই সামুদ্রিক প্রাণী৷ সমুদ্রবিজ্ঞানী লায়লা মেইজটারজিমের কথায়, ‘ঝিনুককে সুপার ফিলটার বললেও অত্যুক্তি হয় না৷ দূষিত পদার্থের একেবারে প্রাকৃতিক শোধন করার সবচেয়ে বড় পদ্ধতি এই ঝিনুক৷’  

কীভাবে জলশোধন কাজ করে ঝিনুক? জানা গিয়েছে, নিজেদের জীবনযাপনের প্রকৃতিগতভাবেই এই কাজ করে থাকে তারা৷ নিশ্বাসপ্রশ্বাস এবং খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে যে পরিমাণ জল তারা ব্যবহার করে ফিরিয়ে দেয়, তাতেই লুকিয়ে শোধন প্রক্রিয়ার আসল রহস্য৷ এদের সাহায্যে সমস্ত সামুদ্রিক বর্জ্য খণ্ডবিখণ্ড হয়ে প্রকৃতিতে মিশে যায়৷

বিজ্ঞানী লায়লা মেইজটারজিম ফ্রান্সের একটি সামুদ্রিক সংস্থার সঙ্গে গবেষণায় যুক্ত৷ তিনি জানিয়েছেন, বিভিন্ন নদী, হ্রদ বা ছোট জলাশয়ের ঝিনুকের উপর তাঁরা নজর রাখেন৷ নিয়মিত সেখানকার জল পরীক্ষা করে দেখেন, কতটা দূষণমুক্ত হচ্ছে৷ এভাবেই বিখ্যাত টেমস, এলবা এবং সেইন নদীতে ঝিনুকের উপস্থিতি নিয়ে পরীক্ষা করা হয়েছে৷ নদীতে মাছ ধরতে ফাঁদ হিসেবে ঝিনুকের ব্যবহার করা হয়ে থাকে৷ সেভাবেই তাঁরা পরীক্ষা করেছেন৷ দেখা গিয়েছে, মাছের খাদ্য হওয়ার পাশাপাশি ঝিনুকের দল ছোট ছোট সামুদ্রিক বর্জ্যও খেয়ে ফেলে৷

[আরও পড়ুন: বৌদ্ধদের অনুষ্ঠানে দীর্ঘ পদযাত্রার পর মৃত্যু বৃদ্ধ হাতির, শ্রীলঙ্কার ঘটনায় শোরগোল]

জলশোধনে ঝিনুকের ভূমিকা এখন পরীক্ষিত, প্রতিষ্ঠিত৷ এখন গবেষকদের লক্ষ্য একটাই, সমুদ্রের জলে মিশে থাকা বিভিন্ন ক্ষুদ্র বর্জ্য, যা পরিবেশ দূষিত করে তুলছে, বিশেষত প্লাস্টিক, তাও যদি ঝিনুকের উদরস্থ করা যায়, তাহলে সমুদ্রকে সহজেই দূষণমুক্ত করা যাবে৷ এক্ষেত্রে প্রয়োজনে ঝিনুকের উপর কোনও হরমোন প্রয়োগ করা যায় কি না, তাও দেখছেন গবেষকরা৷ ২০১৮এ পরিবেশ দূষণ নিয়ে একটি জার্নালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম ঝিনুক নাকি ৭০টি ক্ষুদ্র প্লাস্টিকের টুকরো সাফ করার ক্ষমতা রাখে৷ তারই এবার পরীক্ষামূলকভাবে প্রয়োগ দেখতে চান গবেষকরা৷

The post প্রাকৃতিকভাবেই জল পরিশোধনে বড় ভূমিকা এই সামুদ্রিক প্রাণীটির, চলছে আরও গবেষণা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement