shono
Advertisement

গুগলে ‘best toilet paper in the world’লিখলেই আসছে এই ছবি

কীভাবে হল এমনটা? The post গুগলে ‘best toilet paper in the world’ লিখলেই আসছে এই ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Feb 16, 2019Updated: 07:55 PM Feb 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল সার্চ ইঞ্জিনের ইমেজে গিয়ে টাইপ করুন ‘best toilet paper in the world’। কী দেখাচ্ছে বলুন তো? বেশ কিছু প্রিন্ট স্ক্রিন? যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা? হ্যাঁ, তাহলে আপনিও একই ছবির সাক্ষী রইলেন। কারণ বিশ্বের সেরা টয়লেট পেপার হিসেবে এমনই কিছু স্ক্রিন শট ছড়িয়ে পড়েছে গুগলে।

Advertisement

[আরও সস্তায় দেখুন টেলিভিশন, গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার আনল Dish TV]

বৃহস্পতিবার পুলওয়ামায় সেনা কনভয়ের উপর জইশ জঙ্গিদের ভয়াবহ হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সন্ত্রাসে প্রাণ যায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে, প্রতিশোধের দাবি তুলে সরব দেশবাসী। মোমবাতি মিছিল থেকে মাসুদ আজহারের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ, রেল অবরোধ, সবই চলছে দেশজুড়ে। এমন অবস্থায় গুগল সার্চে ছড়িয়ে পড়া স্ক্রিন শট নিয়ে আরও উত্তাল হয়েছে পরিস্থিতি। পুলওয়ামার ঘটনার ঠিক দু’দিন পরই গুগল সার্চ করতে গিয়ে এ ছবি চোখে পড়ে অনেকের। তারপরই তা ভাইরাল হয়ে যায়। প্রিন্ট স্ক্রিনগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা। সাধারণত কোনও ছবি যে নাম দিয়ে গুগলে সেভ করা হয়, সে ছবিই সার্চ ইঞ্জিনে ভেসে ওঠে। আর অতিরিক্ত সার্চে সে ছবি চলে আসে সবার উপরে। এক্ষেত্রে কোনও পাকিস্তানের পতাকার ছবির স্ক্রিন শট টয়লেট পেপারের নামে সেভ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তাতেই এমন ঘটনা ঘটেছে।

[পছন্দের চ্যানেল বাছাইয়ে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়াল TRAI]

তবে এই প্রথমবার নয়। এর আগেও এমন নানা অদ্ভুত কাণ্ড ঘটেছে। ‘ইডিয়ট’ লিখে খুঁজলে ফুটে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। আবার ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ টাইপ করলে সোনিয়া গান্ধীর ছবি ভেসে উঠতেও দেখা গিয়েছে। ‘ভিখারি’ লিখলে ধরা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে পুলওয়ামার ঘটনার পরই টয়লেট পেপার হিসেবে পাক পতাকার প্রিন্ট স্ক্রিন ভেসে ওঠায় বিষয়টি আলোচনা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

The post গুগলে ‘best toilet paper in the world’ লিখলেই আসছে এই ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার