shono
Advertisement

বিপদসীমার উপরে স্যেন নদী, জলে ডুবে ফ্রান্স

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি ফ্রান্স৷ লাগাতার প্রবল বর্ষণে বিপদ সীমার উপর দিয়ে বইছে স্যেন নদী৷ অবস্থা এতটাই শোচনীয় যে, প্যারিসের বিশ্ববিখ্যাত লুভ্র এবং ওরসে মিউজিয়াম থেকে শিল্পকলা সমস্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ আবহাওয়াবিদদের মতে, টানা তিন দশকের মধ্যে বিপদ সীমার এমন উপর দিয়ে বইতে দেখা যায়নি স্যেন নদীকে৷ The post বিপদসীমার উপরে স্যেন নদী, জলে ডুবে ফ্রান্স appeared first on Sangbad Pratidin.
Posted: 06:19 PM Jun 04, 2016Updated: 01:43 PM Jun 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি ফ্রান্স৷  লাগাতার প্রবল বর্ষণে বিপদ সীমার উপর দিয়ে বইছে স্যেন নদী৷ অবস্থা এতটাই শোচনীয় যে, প্যারিসের বিশ্ববিখ্যাত লুভ্র এবং ওরসে মিউজিয়াম থেকে শিল্পকলা সমস্ত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷  আবহাওয়াবিদদের মতে, টানা তিন দশকের মধ্যে বিপদ সীমার এমন উপর দিয়ে বইতে দেখা যায়নি স্যেন নদীকে৷  প্যারিসবাসীকে স্যেন নদীর আশেপাশে থেকে সরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে৷  স্যেনের জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ২০ ফুট৷

Advertisement

জলমগ্ন শহরতলী৷

প্রবল বর্ষণে বিপর্যস্ত পশ্চিম এবং মধ্য ইউরোপের চারটি দেশ৷  ইতিমধ্যেই এগারো জনের মৃত্যু হয়েছে জার্মানিতে, দু’জনের মৃত্যু হয়েছে রোমানিয়ায় এবং বেলজিয়ামে মারা গিয়েছেন এক মৌমাছিপালক৷  ইতিমধ্যেই দু’জনের দেহ উদ্ধার হয়েছে ফ্রান্সে৷  দক্ষিণ-পূর্ব প্যারিসের শহরতলী ইভ্র-গ্রেগি-সিউর-ইয়েরিতে বন্যা তোড়ে ভেসে যান এক ব্যক্তি৷  ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি৷  সেই সময় ভেসে যান তিনি৷  উত্তর-মধ্য ফ্রান্সের লোয়ারে এলাকায় উদ্ধার হয় ষাটোর্ধ্ব এক মহিলার মৃতদেহ৷  ইতিমধ্যেই উত্তর-পূর্ব ফ্রান্স থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০ হাজার লোককে৷  সবচেয়ে শোচনীয় অবস্থা ভিলেনভ স্যাঁ জর্জ এলাকার৷  হাঁটুর উপর দিয়ে বইছে জল৷

একশো বছর আগে জলমগ্ন প্যারিস শহর৷

গত একশো বছরের মধ্যে মে-জুন মাসে এমন বৃষ্টিপাত দেখেনি ফ্রান্স৷  ১৯১০ সালে শেষবার এমন বৃষ্টির জেরে প্যারিসের নিচু এলাকা থেকে সরে যেতে হয়েছিল বাসিন্দাদের৷  এবারের এতটাই জলমগ্ন প্যারিস শহর যে বন্ধ রয়েছে মেট্রো রেল পরিষেবা৷  শুক্রবার বন্ধ ছিল মিউজিয়ামগুলিও৷  প্যারিসে বন্ধ বোট সার্ভিসও৷  মেট্রো স্টেশনগুলিতে বালির বস্তা ফেলে জল আটকাবার চেষ্টা করতে দেখা যায়৷  ১৮ হাজার বাড়ি সম্পূর্ণ বিদ্যুৎহীন৷  ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে সত্যিই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি ফ্রান্স৷  ইতিমধ্যে ৬০ কোটি ইউরোর ক্ষতি হয়েছে৷

The post বিপদসীমার উপরে স্যেন নদী, জলে ডুবে ফ্রান্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement