সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কেটিং (Skating) তুলনায় কম পরিচিত খেলা, তথাপি জনপ্রিয়তায় খুব পিছিয়ে নেই। ক্রমশ ভারতের তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে এই খেলার জনপ্রিয়তা। সম্প্রতি মহারাষ্ট্রের (Maharashtra) সাত বছরে মেয়ে দেশনা নাহার (Deshna Nahar) চমকে দিয়েছে গোটা বিশ্বকে। গর্বিত করেছে ভারতকে। পর পর রাখা ২০টি গাড়ির নিচ দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে স্কেটিং করে গিনেস রেকর্ডে (Guinness World Records) নাম লিথিয়েছে সে। ভেঙে দিয়েছে ‘লিম্ব স্কেটিং’-এর (Limbo Skating) ৭ বছরের পুরনো রেকর্ড। যা ছিল চিনের এক কিশোরীর দখলে।
সাধারণ স্কেটিং-এর তুলনায় ‘লিম্ব স্কেটিং’ অনেক বেশি কঠিন। এক্ষেত্রে স্কেটিং জানতে তো হয়ই, পাশাপাশি শরীরকে করে তুলতে হয় অতি নমনীয়। বস্তুত একজন জিমন্যাসটিক্স (Gymnastics) খেলোয়াড়ের গুণ থাকতে হয় লিম্ব স্কেটারের মধ্যে। তবেই গাড়ির নিচ দিয়ে শরীর গলিয়ে স্কেটিং করা সম্ভব। সেই কাজ করে দেখিয়েছেন পুনের (Pune) প্রাথমিক স্কুলের ছাত্রী সাত বছরের মেয়ে দেশনা নাহার।
[আরও পড়ুন: বালিশের সঙ্গে সঙ্গমে, সহপাঠীদের নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য! ভয়ংকর র্যাগিংয়ের শিকার ডাক্তারি ছাত্রী]
২০টি গাড়ির নিচ দিয়ে স্কেটিং করতে দেশনা সময় নিয়েছে মাত্র ১৩.৭৪ সেকেন্ড। ভেঙে দিয়েছে ৭ বছর আগের রেকর্ড। যেটি করেছিলেন চিনের (China) ১৪ বছরের কিশোরী। ২০১৫ সালে ২০টি গাড়ির নিচ দিয়ে স্কেটিং করতে তার সময় লেগেছিল ১৪.১৫ সেকেন্ড।
[আরও পড়ুন: উত্তরপ্রদেশে লাগাতার বৃষ্টিতে নির্মীয়মান বাড়ি ভেঙে ভয়ংকর দুর্ঘটনা, চাপা পড়ল ৭ শিশু]
দেশনার বাবা আদিত্য নাহার (Aditya Nahar) জানিয়েছেন, পাঁচ বছর বয়সেই স্কেটিংয়ের প্রেমে পড়ে মেয়ে। গত দু’বছর হল স্কেটিং শিখছে সে। লিম্ব স্কেটিং-এর জন্য সে গত ৬ মাস ধরে বিশেষ প্রস্তুতি নিচ্ছিল। আদিত্য আরও জানিয়েছেন, নয়া রেকর্ডের জন্য গত এক মাস ধরে পুনে কাটরাজ খাণ্ডোয়া রোডে (Katraj Kondhwa Road) অনুশিলন করছিল দেশনা। তারই ফল মিলল এবার। নতুন গিনেস রেকর্ড করে ফেলল দেশনা। চিনের মেয়ের রেকর্ড ভেঙে দিয়ে গর্বিত করল ভারতীয়দের। গত ১৪ জুনে দেশনা নাহারকে শংসাপত্র পাঠিয়েছে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ।