shono
Advertisement

কুয়াশা, অবরোধে দিনভর বিপর্যস্ত রেল পরিষেবা

দেরিতে চলছে রাজধানী, কালকা, পূর্বা, পদাতিক-সহ একাধিক ট্রেন৷ The post কুয়াশা, অবরোধে দিনভর বিপর্যস্ত রেল পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:19 PM Dec 05, 2016Updated: 03:27 PM Dec 05, 2016

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ও স্টাফ রিপোর্টার: উত্তর ভারতের ঘন কুয়াশা আর অসমের কোকরাঝাড়ে ১২ ঘণ্টা রেল অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ল ট্রেন চলাচল৷ অন্যদিকে উত্তরে হাওয়ার দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার সকালে একটু হিমেল পরিবেশ অনুভব হলেও শীত আসতে এখনও অন্তত দু’সপ্তাহ বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে৷ বিশেষ করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্ণাবর্তর জেরে ফের দক্ষিণবঙ্গে শীত আটকে যাচ্ছে বলে আলিপুরের আবহাওয়া দফতরের খবর৷

Advertisement

ঘন কুয়াশার কারণে অমৃতসর মেল, কালকা মেল যেমন নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে চলছে, অন্যদিকে রেল অবরোধের জেরে গুয়াহাটি ও উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন সোমবার ভোর থেকে নানা স্টেশনে দাঁড়িয়ে থাকে৷ দুই সংকটে ভোগান্তি বাড়ল যাত্রীদের৷ রবিবার রাতে শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে ঢুকেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে৷ অবরোধের ধাক্কায় এদিন ভোরে ওই স্টেশনে ঢোকা আপ কামাখ্যা-যশোবন্তপুর সুপার ফাস্ট এক্সপ্রেস গুয়াহাটির পথে এগোতে পারেনি৷

জম্মু থেকে ছেড়ে আসা গুয়াহাটিগামী অমরনাথ এক্সপ্রেসও ওই একই স্টেশনে দাঁড়িয়েছিল দু’ঘণ্টা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে৷ কিষানগঞ্জে কামরূপ এক্সপ্রেস, বারসই স্টেশনে গরিবরথ এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে এগোচ্ছে৷ উল্লেখ্য, এদিন ভোর ছ’টা থেকে বারো ঘণ্টা বোরোল্যান্ডের দাবিতে রেল অবরোধের ডাক দিয়েছিল বোরোদের একটি সংগঠন৷ উত্তর ভারতের ঘন কুয়াশার চাদরের ঠেলায় শিয়ালদহ ও হাওড়া স্টেশনগামী সমস্ত দূরপাল্লার ট্রেনও নির্ধারিত সময়ের চেয়ে অনেকটাই দেরিতে চলেছে৷ রাজধানী, কালকা, পূর্বা-সহ উত্তর ভারত থেকে আসা সমস্ত ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন৷ মঙ্গলবারও উত্তর ও পূর্ব ভারতের কুয়াশার প্রভাব থাকবে, জানাল আবহাওয়া দফতর৷

The post কুয়াশা, অবরোধে দিনভর বিপর্যস্ত রেল পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement