সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৬ বছর ধরে ছাত্রভোট হয়নি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। সেই ছাত্র সংসদ ভোটের দাবিতে সোমবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। আর সেই মিছিল ঘিরে ধুন্ধুমার বাঁধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে।
এদিন বিশ্ববিদ্যালয়ে গেট আটকে এসএফআইয়ের মিছিল আটকানোর চেষ্টা করা হয়। ক্যাম্পাসে যাতে মিছিল না প্রবেশ করে, সেই চেষ্টা করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল মূল ফটক। কিন্তু কার্যত গেট ভেঙে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে বাম ছাত্র সংগঠনের মিছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। তবে শেষপর্যন্ত মিছিল আটকানো যায়নি। ক্যাম্পাসে ঢুকে রীতিমতো স্লোগান দেয় তারা। বক্তব্যও রাখে মিছিলের নেতৃত্ব। তাৎপর্যপূর্ণভাবে ঘটনাস্থলে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির সদস্যরা হাজির থাকলেও মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেনি।