সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের আঁটসাঁট নিরাপত্তাবলয় টপকে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গেলেন এসএফআই সমর্থকরা। গেট টপকে ভিতরে ঢোকারও চেষ্টা করেন অনেকে। বিধানসভা চলাকালীন ব্যারিকেড ভেঙে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গিয়েই এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য হুঙ্কার দিলেন, ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।’
ছাত্রভোট-সহ একাধিক দাবিতে শুক্রবার শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল বের করে এসএফআই (SFI)। কিন্তু বারবার পুলিশের বাধার মুখে পড়তে হয় সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। তা সত্ত্বেও মিছিল আটকাতে পারেনি পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন সমর্থক ও ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়। শুরুতে এই আন্দোলন কিছু অংশে ছত্রভঙ্গ করা গেলেও বেলা গড়াতে ফের ঐক্যবদ্ধ হন সমর্থকরা। পুলিশি নিরাপত্তাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে এগোতে থাকে মিছিল। শেষমেশ সমর্থকদের একটা বড় অংশ পৌঁছে যায় বিধানসভা গেটের সামনে।
[আরও পড়ুন: কাশ্মীরে নেই সংবাদমাধ্যমের স্বাধীনতা! ‘নিউ ইয়র্ক টাইমস’-কে তুলোধনা অনুরাগের]
এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলে দেন, “পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না। বিধানসভায় যেতে দেব না। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। বিধানসভা পৌঁছে প্রমাণ করে দিয়েছি।” তাঁর দাবি, এসএফআই ছাত্রনেতা ও সমর্থকদের দাবি শুনতেই হবে।
এরপরই অবশ্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সমর্থকদের। সৃজন-সহ সেখানে উপস্থিত সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ। তাঁদেরকে আটক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।