সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৫-র আতঙ্কের পুনরাবৃত্তি হবে ২০২৩-এ! এয়ার ইন্ডিয়ার (Air India) ‘কনিষ্ক’ বিমান বিস্ফোরণের স্মৃতি উসকে ফের একবার বিমান ওড়ানোর হুমকি দিয়ে রাখলেন খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। ১৯ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ওইদিনই ‘ওয়ার্ল্ড টেরর কাপ’ খেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি।
নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা পান্নুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। শিখ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। প্রাণ সংকট হতে পারে। ১৯ নভেম্বর বিশ্বের কোথাও এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেওয়া হবে না। বিশ্বজুড়ে এই সংস্থার বিমানকে ‘নিষিদ্ধ’ করা হবে। শুধু তাই নয়, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কাজকর্ম বন্ধেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই বিচ্ছিন্নতাবাদী নেতা।
[আরও পড়ুন: এবার জামিনে মুক্তদের গতিবিধিও পুলিশের নখদর্পণে! পায়ে বাঁধবে জিপিএস ট্র্যাকার]
মোদি সরকারকে পান্নুনের হুঁশিয়ারি, ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধী বিমানবন্দর বন্ধ রাখুন। পাঞ্জাব স্বাধীন হলে দিল্লি বিমানবন্দরের নাম বদলে বিচ্ছিন্নতাবাদীদের নামে রাখা হবে বলেও ঘোষণা করেছেন পান্নুন। ভিডিও বার্তায় আরও বলা হয়েছে, “১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের দিন ওয়ার্ল্ড টেরর কাপ খেলা হবে। গোটা বিশ্বের কাছে এটা তুলে ধরা হবে, নির্বিচারে শিখদের হত্যা করা হচ্ছে। আর এর পিছনে রয়েছে ভারত সরকার।” তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পান্নুন।
উল্লেখ্য, ১৯৮৪ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশেই খলিস্তানপন্থীদের বিরুদ্ধে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার হয়েছিল। সেখানে খতম হয়েছিলেন বিচ্ছিন্নতাবাদী নেতা ভিন্ডেরওয়াল। এর পরের বছর ১৯৮৫ সালে ৩২৯ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ কনিষ্ক। যার নেপথ্যে ছিল খলিস্তানি সংগঠন ‘বব্বর খালসা’। এবার সেই ভয়ঙ্কর দিন ফিরিয়ে আনার হুঁশিয়ারি দিলেন পান্নুন। তাও আবার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী ১৯ নভেম্বরেই।