সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান (Pakistan) ক্রিকেট ও বিতর্ক যেন সমার্থক। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাপক ডামাডোল। কয়েক দিন আগেই দেখা গিয়েছিল অস্ট্রেলিয়া (Australia) সফরে গিয়ে বাবর আজম (Babar Azam)-শাহিন শাহ আফ্রিদিরা (Shaheen Shah Afridi) নিজেদের মালপত্র নিজেরাই ট্রাকে উঠিয়েছিলেন। আর এবার আরও চমকে দেওয়া ভিডিও সামনে এল।
দেখা গেল পাক ক্রিকেটের অবস্থা কতটা খারাপ। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে চোট পেয়েও মাঠ ছাড়ার জন্য স্ট্রেচার পেলেন না শাদাব খান (Shadab Khan)! সতীর্থের কাঁধে চেপে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারকা পাক অলরাউন্ডার। সোশাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
[আরও পড়ুন: সিএসকে-তে ধোনির যোগ্য পরিবর্ত ঋষভ পন্থ! চলে এল বড় আপডেট]
জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় রাওয়ালপিণ্ডির হয়ে শিয়ালকোটের খেলছিলেন শাদাব। ফিল্ডিং করতে গিয়ে তাঁর পা মুচকে যায়। স্বভাবতই হাঁটতে পারছিলেন না তিনি। চিকিৎসার জন্য মাঠের বাইরে যেতে হত শাদাবকে। কিন্তু মাঠে কোনও স্ট্রেচার ছিল না। ফলে বাধ্য হয়ে এক সতীর্থের ঘাড়ে চেপে মাঠ ছাড়েন তিনি। এই ঘটনা সামনে আসার পর থেকেই সবাই পিসিবি ও আয়োজকদের বিরুদ্ধে মুখ খুলেছেন। ক্রিকেটপ্রেমীদের দাবি, জাতীয় দলের এত বড় প্রতিযোগিতা চলছে। একাধিক তারকা ক্রিকেটার খেলছেন। এর পরেও কীভাবে এমন অপেশাদার মনোভাব দেখাতে পারল পাক ক্রিকেট বোর্ড।
যদিও শাদাবের চোট গুরুতর নয় বলেই জানিয়েছে তাঁর দল ইসলামাবাদ ইউনাইটেড। X হ্যান্ডেলে সেটা জানিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। তবে টুইট করলেও সেই ম্যাচে শাদাব আর মাঠে নামেননি। ৫০ ওভারের বিশ্বকাপে বিপর্যয়ের পর অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন বাবর আজম। দল ও জাতীয় নির্বাচক মণ্ডলীতে এসেছে ব্যাপক বদল। তবুও পাক ক্রিকেটকে নিয়ে বিতর্ক থামার নাম নেই। একটার পর ডামাডোলের ঘটনা সামনে চলেই আসছে।