shono
Advertisement
Shah Rukh Khan

রাজস্থানের কাছে হারের পরে শাহরুখ যেন কবীর খান, গম্ভীরদের বললেন, 'ভেঙে পড়ো না'

রইল শাহরুখের পেপ টক।
Posted: 02:49 PM Apr 17, 2024Updated: 03:58 PM Apr 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২৩ রানও নিরাপদ নয়। ইডেনে দেখিয়ে দিল রাজস্থান রয়্যালস।সুনীল নারিনের সেঞ্চুরি, কেকেআরের ২২৩-এর পরও দিনান্তে শাহরুখ খানকে হতাশই হতে হয়।
হারের পর ছেলেদের তাতানোর জন্য ভোকাল টনিক দিয়ে থাকেন দলের মেন্টররা। 'চক দে' ছবিতে কবীর খান রক্তের গতি বাড়ানো পেপ টক দিতেন। সেই শাহরুখ (Shah Rukh Khan) মঙ্গলবার নাইটদের সাজঘরে গিয়ে উদ্বুদ্ধ করলেন রিঙ্কু সিং-সুনীল নারিনদের। দলের অপ্রত্যাশিত হারে বিমর্ষ দলের মেন্টর গৌতম গম্ভীরও। 'কিং খান' বলেন, ''সত্যি কথা বলতে কী, আমরা অত্যন্ত ভালো খেলেছি। আমাদের জন্য গর্বের দিন বলাই যায়। আমি আলাদা করে কাউকে কিছু বলছি না। জিজি (গৌতম গম্ভীর) হতাশ হওয়ার কিছু হয়নি। আমরা ঠিক ঘুরে দাঁড়াবো।'' 

Advertisement

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বিধ্বস্ত বার্সেলোনা, এমবাপের জোড়া গোলে সেমিফাইনালে সাঁ জাঁ]


সুনীল নারিন ঝড় তুলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইডেনে। নাইটদের রান তাড়া করতে নেমে জস বাটলারের ছায়ায় ম্লান হয়ে গেল ক্যারিবিয়ান নারিনের সেঞ্চুরি। শাহরুখকে বলতে শোনা গিয়েছে, ''ঈশ্বরের পরিকল্পনা আজ এরকমই হয়তো ছিল, যেমনটা রিঙ্কু বলল। ঈশ্বর আমাদের জন্য আরও ভালো পরিকল্পনা করে রেখেছেন নিশ্চয়। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। প্রত্যেককে ধন্যবাদ জানাই। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সবার সঙ্গে।'' 


ইডেনে রাজস্থানের কাছে ম্যাচ হারলেও কেকেআর (KKR) মালিক শাহরুখ কিন্তু ইতিবাচক ভাবেই সবকিছু দেখতে বলছেন। কিং খান বলেন, ''ম্যাচটা হারার কোনও কারণই ছিল না। অবশ্য স্পোর্টস এবং জীবনে এমন কিছু কিছু দিন আসে, যেদিন মনে হয় আমরা জেতার যোগ্য ছিলাম না। আবার এমনও সময় আসে যেদিন মনে হয় ম্যাচটা কোনওভাবেই আমাদের হারার কথা ছিল না। আমরা প্রত্যেকেই দুর্দান্ত খেলেছি। আমাদের নিজেদের উপরই গর্বিত হওয়া উচিত। কেউ দুঃখ পেও না। ভেঙেও পড়ো না। আমরা ভালো জায়গায় রয়েছি, আমাদের মানসিকতাও ঠিক জায়গাতেই রয়েছে। এভাবেই এগিয়ে চলো। এনার্জিটাই আসল ব্যাপার। মাঠেও আমাদের শরীরী ভাষায় এনার্জি দেখা গিয়েছে। দলের প্রত্যেকের মধ্যে দারুণ বন্ধন লক্ষ্য করছি। এভাবেই এগিয়ে চলো। অল দ্য বেস্ট।''

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে কোহলিকে মানতে হবে এই শর্ত, জানিয়ে দিল বোর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২২৩ রানও নিরাপদ নয়।
  • ইডেনে দেখিয়ে দিল রাজস্থান রয়্যালস।
  • সুনীল নারিনের সেঞ্চুরি, কেকেআরের ২২৩-এর পরও দিনান্তে শাহরুখ খানকে হতাশই হতে হয়।
Advertisement