shono
Advertisement

‘ঝড় ওঠার আগে বিদ্যুৎ চমকাবে!’ ‘জওয়ান’ নিয়ে নতুন চমক শাহরুখের

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের 'জওয়ান'।
Posted: 05:08 PM Jul 17, 2023Updated: 05:09 PM Jul 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ান ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে। ন্যাড়া মাথায়, চোখে সানগ্লাসে শাহরুখের নতুন অবতার দেখে তো থ সব্বাই। আর এবার জওয়ানের নতুন পোস্টারে চমক দিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। হাতে বন্দুক নিয়ে রীতিমতো অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টার শেয়ার করে শাহরুখ লিখলেন, ”ঝড় ওঠার আগে এবার বিদ্যুৎ চমকাবে! অপেক্ষা করুন।”

Advertisement

জওয়ান’-এর পয়লা ঝলকে শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে গত কয়েক ধরেই সরগরম নেটপাড়া। এবার সেই ন্যাড়া মাথা, চোখে কালো সানগ্লাস, কাচা-পাকা দাঁড়ি, হাতে বন্দুক নিয়ে নতুন পোস্টারে ধরা দিলেন। যা দেখে ভক্তরা যারপরনাই উচ্ছ্বসিত। টুইটে পোস্টারের ক্যাপশনে লেখেন- “এবার কাজে ফিরতে হবে। ‘জওয়ান’ রিলিজের জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদের সকলকে ভালবাসা আর ধন্যবাদ। দেখা হবে সিনেমাহলে।” আগামী ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।

[আরও পড়ুন: থাইল্যান্ডে ছুটির মেজাজে হবু মা শুভশ্রী, ছেলে ইউভানের দায়িত্ব সামলাচ্ছেন রাজ]

প্রসঙ্গত, রিলিজের ২৪ ঘণ্টাতেই ১০০ মিলিয়নের উপর ভিউ। ভাইরাল হয়েছে ‘জওয়ান’ পুতুলও (Jawan Doll)। ইতিমধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুড়ো হাড়েও যে তিনি একাই ময়দান কাঁপিয়ে দিতে পারেন, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এর পয়লা ঝলকে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার দুপুরে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিলেন বলিউড বাদশা।

[আরও পড়ুন: সেটে মস্ত বড় ‘বাওয়াল’! জাহ্নবীর সঙ্গে এক মাস কথা বলেননি বরুণ ধাওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement