সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছরের খরা কাটিয়ে আইপিএল জিতেছে কেকেআর। অসুস্থ শরীরেও দলের হয়ে ফাইনাল ম্যাচে গলা ফাটিয়েছেন মালিক শাহরুখ খান। এবার দলের জন্য বিশেষ বার্তা দিলেন বাদশা। তাঁর মতে, একজোট হয়ে বহু কাজ করতে পারে একটা দল। সেটাই কেকেআরের জয়মন্ত্র।
রবিবার আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি উঠেছে কেকেআরের হাতে। গোটা দলের সঙ্গে বিজয়োৎসবে মেতে ওঠেন সপরিবার শাহরুখ (Shah Rukh Khan)। বুধবার নিজের ইনস্টাগ্রামে নাইটদের জন্য আবেগী বার্তা দেন তিনি। প্রত্যেকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাজিগর। দলের জন্য বিশেষ বার্তায় তিনি বলেছেন, "অনেক কাজ আমি একা করতে পারি না। এবার তোমরাও অনেক কাজ করতে পারো না। কিন্তু আমরা যদি একজোট হই তাহলে সব কাজগুলোই আমরা করে ফেলতে পারি। এটাই কেকেআরের (KKR) মূলমন্ত্র।"
[আরও পড়ুন: গম্ভীর নন! জাতীয় দলের দায়িত্বে এনসিএ কোচ? বিসিসিআই কর্তার মন্তব্যে তুঙ্গে জল্পনা]
এই ইনস্টাগ্রাম পোস্টেই মেন্টর গৌতম গম্ভীরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন কিং খান। প্রিয় 'জিজি'র কথা বলতে গিয়ে নাইট মালিক বলেছেন, "জিজি বলে দল হিসাবে একজোট হয়ে যদি একটা লক্ষ্যে না এগোনো যায় তাহলে দলের মধ্যেই বিভেদ দেখা যায়। দলের তরুণ আর অভিজ্ঞ সকলেই জিজির এই কথা বুঝেছিল।" নাইট মালিকের কথায়, ট্রফি জেতার অর্থ এই নয় যে দলে সেরা খেলোয়াড়রা রয়েছেন। কিন্তু আইপিএল (IPL 2024) জয় প্রমাণ করে, প্রত্যেক ক্রিকেটার দলের জন্য নিজের সেরাটা দিয়েছে।
সাপোর্ট স্টাফের পাশাপাশি দলের প্রত্যেক ক্রিকেটারকে এই পোস্টে ট্যাগ করেছেন শাহরুখ। কেকেআর সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি। পোস্টের শেষে তরুণদের জন্য শাহরুখের বার্তা, কঠিন সময় চিরকাল থাকে না। কিন্তু কঠিন পরিস্থিতি কাটিয়ে আসা দল চিরকাল টিকে থাকে। করব, লড়ব, জিতব বার্তা দিয়ে পোস্ট শেষ করেছেন তিনি।