shono
Advertisement

মন্নতে গিয়ে গৌরীকে গান শোনালেন এড শিরান, শাহরুখের থেকে শিখলেন পোজ

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।
Posted: 07:32 PM Mar 14, 2024Updated: 07:33 PM Mar 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে পা দিয়েছে আর মন্নতে যাবেন না, এটা কি আর হতে পারে! নাহ, হলও না তেমন। কাজের ফাঁকে টুক করে শাহরুখের বাড়িতে হানা দিলেন জনপ্রিয় পপ তারকা এড শিরান। আর শুধু গেলেনই নয়, একসঙ্গে লাঞ্চ সেরে, মন্নতের বৈঠকখানায় বসে গৌরী ও শাহরুখকে গান শুনিয়ে ফেললেন। এমনকী, সুযোগ বুঝে শাহরুখের থেকে শিখে ফেললেন আইকোনিক এসআরকে পোজও! সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisement

‘শেপ অফ ইউ’ থেকে ‘ফটোগ্রাফ’, নিজের ‘পারফেক্ট’ গানের জাদুতে সারা বিশ্বকে মুগ্ধ করেছেন এড শিরান (Ed Sheeran)।

[আরও পড়ুন: তর্ক হবে বলে পোডিয়াম, আসলেন না বিজেপির কেউ, ‘হাটে হাঁড়ি ভেঙেছি’, দাবি অভিষেকের]

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে ভারতে এসেছিলেন এড শিরান। এবার তিনি এসেছেন নিজের এশিয়া ও ইউরোপ জুড়ে করা ট্যুরের জন্য। ট্যুর প্রায় শেষের দিকে। আর এবারের শো মুম্বইয়ে।

জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি মুম্বইয়ে পারফর্ম করবেন এড শিরান। আর তার জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে মহালক্ষ্মী রেস কোর্স গ্রাউন্ড। ৩৩ বছরের তারকার আগে কয়েকজন শিল্পী গান গাইবেন। তাঁদের মধ্যে প্রতীক কুহারও রয়েছেন। ইন্ডিপেনডেন্ট মিউজিকের পাশাপাশি ‘বার বার দেখো’, ‘অজিব দাস্তানস’, ‘ধামাকা’ সিনেমাতেও গান গেয়েছেন প্রতীক।

[আরও পড়ুন:‘দেব মিথ্যেবাদী, কাটমানির সাংসদ’, প্রচারে বেরিয়ে নজিরবিহীন আক্রমণে হিরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement