সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! সর্বোচ্চ কত টাকায় ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হচ্ছে, জানলে ‘হা’ হবেন। দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ বাদশার ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ!
বৃহস্পতিবার ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রীম বুকিং। আর পয়লা দিনেই ‘বুক মাই শো’য়ে ঝড় তুলে দিয়েছে। সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন ইতিমধ্যেই ৪১,৫০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কোথাও কোথাও আবার ‘জওয়ান’-এর টিকিটের দাম আড়াই হাজার পর্যন্ত উঠেছে। পিভিআর, আইনক্স মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে মোট ৩২,৭৫০টি। অন্যদিকে সিনেপলিস থেকে বুকিং সংখ্যা ৮,৭৫০। সবমিলিয়ে মুক্তির পয়লা দিনেই যে রেকর্ড ব্যবসা দিতে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’, তা বেশ আন্দাজ করা যাচ্ছে।
[আরও পড়ুন: ‘বাপ সে বাত কর’, শাহরুখের হুংকারে ফোঁস সমীর ওয়াংখেড়ের, পালটা ছোবল, ‘ভয় পাই নাকি?]
৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। উল্লেখ্য, ‘জওয়ান’-এর সিংহভাগ শুটিংই দক্ষিণী বলয়ে করেছেন পরিচালক অ্যাটলি। বিজয় সেতুপতি, নয়নতারার মতো একাধিক দক্ষিণী তারকাও রয়েছেন। অতঃপর দক্ষিণেও যে ‘জওয়ান’-এর টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, বক্সঅফিসে যেখানে খাবি খাচ্ছে বলিউডের নবীন প্রজন্মের সিনেমা। নাভিশ্বাস উঠছে একশো কোটির ক্লাবে ঢুকতে! সেখানে বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করেও হিন্দি সিনে ইন্ডাস্ট্রির ব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করেছেন ‘পাঠান’, ‘জওয়ান’ শাহরুখ খান। বলিউডের ব্যবসার হাল ফেরাতে বলিউডের ‘বেতাজ বাদশা’ই সম্ভবত বর্তমানে একমাত্র ব্রহ্মাস্ত্র।