shono
Advertisement

আরও স্পষ্ট বালু যোগ, জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হতেই ৫ টি মোবাইল নষ্ট করেন শাহজাহান!

সন্দেশখালিতে ইডি হানার পর থেকে বেপাত্তা শাহজাহান।
Posted: 08:16 PM Jan 08, 2024Updated: 12:36 PM Jan 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে শেখ শাহজাহান ও সন্দেশখালি। রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঠিক কতটা যোগ, তা নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। ইডির সূত্র মারফত খবর, জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হতেই নাকি ৫ টি মোবাইল ফোন নষ্ট করেছেন শেখ শাহজাহান।

Advertisement

জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের পর থেকেই রেশন দুর্নীতিতে জড়িত বাকিদের খোঁজ চালাতে শুরু করে ইডি। গত সপ্তাহে আচমকাই ইডি হাজির হয় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে। তৃণমূল নেতা বাড়িতে ছিলেন না। এদিকে প্রবল জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিক ও জওয়ানরা। সেই ঘটনার পর বেশ কয়েকদিন পেরিয়েছে। এখনও বেপাত্তা শেখ শাহজাহান। ইডির দাবি, জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারির পরই শাহজাহান বুঝে গিয়েছিলেন, এবার তাঁর পালা। সেই কারণেই নষ্ট করেছিলেন ৫ টি ফোন।

[আরও পড়ুন: হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিলেন ভারতের রাষ্ট্রদূত, দিল্লিকেই অগ্রাধিকার মুজিবকন্যার]

ইডির দাবি, ফোন তদন্তকারীদের হাতে গেলেই শাহজাহান-বালু যোগ মুহূর্তেই স্পষ্ট হয়ে যেত। সেই কারণেই এই ফোন নষ্ট। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগে সিবিআইয়ের হাত থেকে প্রমাণ লোপাট করতে ফোন পুকুরে ফেলেছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। যদিও তাতে লাভ হয়নি। ফোন পুকুর থেকে তুলে তা থেকে তথ্য পান তদন্তকারীরা। এক্ষেত্রে ফোন নষ্ট করা হয়েছে। ফলে প্রয়োজনীয় বহু তথ্য নষ্ট হয়েছে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: হাসিনা হাসলেও বাংলাদেশে নির্দলদের দাপট, সংসদে প্রধান বিরোধী ‘দলহীন’রাই?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার