shono
Advertisement

পাকিস্তানে আম বিক্রি করছেন শাকিরা! রাজপথের ধারে ওয়াকা-ওয়াকা শুনে তাক লাগল আমজনতার

দেখে নিন ভাইরাল ভিডিওটি।
Posted: 04:09 PM Jun 18, 2023Updated: 05:03 PM Jun 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডের শাকিরার (Shakira) দেখা মিলল পাকিস্তানে (Pakistan)! ভরা রাস্তায় আম বিক্রি (Mango Sell) করছেন তিনি! চমকে গেলেন নিশ্চিত! নাহ্, সশরীরে গায়িকার উপস্থিতি চোখে পড়েনি ভারতের প্রতিবেশী দেশে। আসলে তাঁর গাওয়া গান গেয়েই বিখ্যাত হয়েছেন পাকিস্তানের এক তরুণ (Viral Singer) ! আম বিক্রি করার কৌশল হিসেবে তিনি বেছে নিয়েছেন গায়িকার ‘ওয়াকা-ওয়াকা’ গানটিকেই। গানের কথা বদলে নিয়ে ‘আম নিয়ে যান’ বলে হিল্লোল তুলেছেন তিনি। কানে শুনে কে বলে এই গলা শাকিরার নয়?

Advertisement

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। হামজা চৌধুরী নামের একটি ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা ওই ভিডিওয় দেখা যাচ্ছে, এক যুবক আম বিক্রি করতে করতেই শাকিরার ওয়াকা ওয়াকা সুরে গান গাইছেন। ২০১০ বিশ্বকাপ ফুটবলের ওই থিম সংয়ের কথা বদলে ফেলেছেন তিনিই।

[আরও পড়ুন: রাতারাতি RBI থেকে উধাও ৮৮ হাজার কোটির ৫০০ টাকার নোট? প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি]

যুবক বলছেন, ‘আম নিয়ে যাও, বাচ্চাদের খাওয়াও, জুস বানাও। ওয়াকা ওয়াকা!’ আর ওই আম বিক্রেতার এমন কীর্তিতেই মজেছে সোশ্যাল দুনিয়া। অনেকেই বলছেন, এ তো পুরো শাকিরা!

কেউ কেউ মন্তব্য করেছেন, আম বিক্রেতাকে অস্কার দেওয়া উচিত! এমনই নানা মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। ইতিমধ্যেই কয়েক লাখ বার দেখা হয়ে গিয়েছে ওই ভিডিও। পাকিস্তানি শাকিরায় মজেছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: ভারতের জেমস বন্ড! অস্ত্র নয়, স্রেফ মুখের কথায় থামান দাঙ্গা, গল্পকেও হার মানায় ডোভালের কীর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার