shono
Advertisement

আচমকা কালো ধোঁয়ায় ঢাকল ধৌলি এক্সপ্রেস, আতঙ্কে আন্দুল স্টেশনে হুড়মুড়িয়ে নামলেন যাত্রীরা

বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।
Posted: 12:05 PM Nov 13, 2023Updated: 12:18 PM Nov 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে আগুন আতঙ্ক। ট্রেন থেকে আচমকা কালো ধোঁয়া বেরতে দেখা যায়। আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে কার্যত হুড়মুড়িয়ে নেমে পড়লেন যাত্রীরা।

Advertisement

সোমবার সকালে ৯টা ১৫মিনিট নাগাদ শালিমার-পুরীর উদ্দেশে রওনা দেয় দুরপাল্লার ট্রেনটি। আন্দুল স্টেশন পার করতেই ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দেয়। ইমার্জেন্সি ব্রেক কষা হয়। আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। নিমেষের মধ্যে ট্রেনের নীচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে।কালো ধোঁয়া বের হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চিত্‍কার চেঁচামেচি শুরু করতে শুরু করেন। অনেকে ভয়ে ট্রেন থেকেও নেমে পড়েন।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে ফাটল দেদার বাজি, দীপাবলির পরই ফের ‘গ্যাসচেম্বার’ দিল্লি!]

আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এরপর আগুনের ফুলকি নিভিয়ে ট্রেনটি ফের রওনা দেয়। রেলের তরফে জানানো হয়েছে, মেরামতি সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট বগিটিকে বাদ দিয়েই ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেবে। তবে বিপত্তি বাড়েনি। যদিও জানা গিয়েছে, রোখনাবক্ষনের অভাবে এই বিপত্তি দেখা দেয়। ব্রেকে ময়লা জমে বা বাইরের কিছু পরে গেলে বেক বাইন্ডিং সমস্যা হয়। লক্ষ্য না করলে বড় ধরণের আগুনের আশঙ্কা থাকে বলে তারা জানিয়েছে।

[আরও পড়ুন: তৃণমূল নেতার ‘খুনি’কে পিটিয়ে মারল জনতা, জোড়া খুনে জ্বলছে জয়নগর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার