shono
Advertisement
Shankar Adhya

আপাতত রাজনীতি থেকে বিরতি! রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত হয়েই ঘোষণা শংকর আঢ্যর

দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ থেকেই কি এই সিদ্ধান্ত?
Published By: Tiyasha SarkarPosted: 08:46 PM Aug 28, 2024Updated: 08:46 PM Aug 28, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেই রাজনীতি থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্তের কথা জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শংকর আঢ্য। দাবি করলেন, তিনি রাজনৈতিক যড়যন্ত্রের শিকার। জানালেন, আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আমজনতার মতো মানুষের পাশে দাঁড়াবেন।

Advertisement

মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত রেশন দুর্নীতি মামলায় ধৃত শংকর আঢ্যের জামিন মঞ্জুর করে। এদিন গভীর রাতে এলাকায় ফেরেন তিনি। প্রিয় নেতা এলাকায় পৌঁছতেই স্লোগান তোলেন অনুগামীরা। এর পর বুধবার দুপুরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন শংকর। সেখানে তিনি বলেন, "আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমি।" এর পরই শংকর আঢ্য জানান, আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকবেন তিনি।

[আরও পড়ুন: কাটল জট, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে শিক্ষক নিয়োগে সবুজ সংকেত হাই কোর্টের]

শংকর আঢ্য আরও বলেন, রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি মানুষের পাশে থাকবেন। তাঁর কথায়, "মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক পরিচয় লাগে না।" আচমকা রাজনীতি থেকে সরার সিদ্ধান্ত কি দলের বিরুদ্ধে ক্ষোভ থেকে? এই প্রশ্নের উত্তরে শংকর বলেন, "দলের কারও প্রতি আমার কোনও অভিমান নেই।" শংকর অনুগামীদের আশা, কিছুদিন বিশ্রামের পর তিনি ফের সক্রিয় রাজনীতিতে ফিরবেন।  কিন্তু শেষপর্যন্ত কী করবেন শংকর আঢ্য? সেদিকেই নজর সকলের। 

[আরও পড়ুন: বউয়ের ন্যাওটা! একাধিক শপিং ব্যাগ হাতে অনুষ্কার পিছু পিছু বিরাট, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেই রাজনীতি থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্তের কথা জানালেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শংকর আঢ্য।
  • দাবি করলেন, তিনি রাজনৈতিক যড়যন্ত্রের শিকার।
  • জানালেন, আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আমজনতার মতো মানুষের পাশে দাঁড়াবেন।
Advertisement