সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীতে ঝাড়ুর দাপটে সাফ পদ্মফুল। আম আদমি পার্টির দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিজেপি। তবে গতবারের থেকে পাঁচটি আসন বেশি জেতায় ‘নৈতিক জয়’ দেখছে গেরুয়া শিবির। তবে শোচনীয় ফল কংগ্রেসের। টানা দু’বার দিল্লি নির্বাচনে কংগ্রেসের হাত শূন্য। দলের ভরাডুবিতেও বিজেপির পরাজয়ে উচ্ছ্বসিত ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টি। আর তার জেরেই শীর্ষ নেতৃত্বের উপর খড়গহস্ত হলেন দলের জাতীয় মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণবকন্যার প্রশ্ন শীর্ষ নেতাদের উদ্দেশে, ‘কংগ্রেস কি আঞ্চলিক দলগুলির কাছে বিজেপিকে হারানোর দায়িত্বভার নিয়েছে?’
মঙ্গলবার ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, কংগ্রেসের এবারও ঝুলি ফাঁকা। প্রয়াত নেত্রী শীলা দীক্ষিতের নেতৃত্বে যে দল দিল্লিতে টানা ১৫ বছর শাসন করেছে, আজ তারা কপর্দক শূন্য! শীলার মতো যোগ্য নেত্রীর অভাব অনুভব করছে কংগ্রেস। সেই জায়গায় পরাজয়ের কারণ পর্যালোচনা করার দবলে রণদীপ সুরজেওয়ালা থেকে শুরু করে পি চিদম্বরমের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা টুইটারে বিজেপিকে হারানোর জন্য আম আদমি পার্টিকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাতেই অগ্নিশর্মা হয়েছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা।
চিদম্বরেমর উদ্দেশে শর্মিষ্ঠার পালটা টুইট, ‘আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি শুধু জানতে চাই কংগ্রেস কি আঞ্চলিক দলগুলির কাছে বিজেপিকে হারানোর দায়িত্ব নিয়েছে? তাই যদি না হয় তাহলে নিজেদের পরাজয় পর্যালোচনা না করে, আপ-এর জয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছি কেন? আর যদি সেই দায়িত্বই পালন করি, তবে তো ঝাঁপ বন্ধ করে দেওয়া উচিত আমাদের।’ দিল্লিতে দলের অস্তিত্ব সংকট নিয়েও কংগ্রেসকে একহাত নিয়েছেন শর্মিষ্ঠা। টুইট করেছেন, ‘দিল্লিতে ফের ধুলোয় মিশে গিয়েছি আমরা। অনেক হয়েছে, এবার পদক্ষেপ করার সময় এসেছে। শীর্ষ নেতৃত্বের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অজ্ঞতা, রণনীতি নির্ধারণে অক্ষমতা এবং একতার অভাবেই দলের কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে। নিচুতলার কর্মীদের সঙ্গে আমাদের কোনও যোগাযোগই নেই। সবকিছুই দায়ী এই হারের জন্য। আর সংগঠনের অংশ হিসাবে এর দায় আমার উপরও বর্তায়।’
[আরও পড়ুন: দিল্লিতে কংগ্রেস ‘হাত’ শূন্যই, ৬৩ আসনে জামানত বাজেয়াপ্ত]
The post দিল্লিতে আপ-এর জয়ে এত উচ্ছ্বাস কীসের? চিদম্বরমকে একহাত নিলেন প্রণবকন্যা appeared first on Sangbad Pratidin.