সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে ভামিকা ব্যাট তুলে নিয়েছে হাতে। ব্যাট ঘোরানো বেশ উপভোগ করছে সে। বিরাট কোহলি (Virat Kohli) মেয়ের সম্পর্কে এমনই আপডেট দিয়েছেন। এক ভিডিও সাক্ষাৎকারে কোহলি তাঁর কন্যা ভামিকা সম্পর্কে বলছেন, ''ব্যাট হাতে তুলে নিয়েছে ভামিকা (Vamika)। ব্যাট ঘোরানো উপভোগ করছে ও। তবে আমি নিশ্চিত নই। শেষমেশ ওদের নিজস্ব পছন্দ রয়েছে।''
বিরাট নিজে ক্রিকেটার। মেয়েও ব্যাট হাতে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। তাই বলে ভামিকাকে ক্রিকেটার বানানোর জন্য জোর দেবেন না কোহলি। ভামিকার পছন্দ-অপছন্দই শেষ কথা হবে। কন্যা যে রাস্তা নেবে, সেটাই গ্রহণ করবেন বাবা কোহলি।
[আরও পড়ুন: বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষিত, রোহিত শর্মাদের প্রতিপক্ষ কে?]
এদিকে টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএলে এখনও টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই প্রসঙ্গে কোহলি বলছেন, ''মে মাসটা ভালোই গিয়েছে। এপ্রিলে ভেবেছিলাম, আমরা অন্ধকার থেকে আরও অন্ধকারে চলে যাব। মে-তে সূর্যের রশ্মির দেখা মিলেছে। ভক্ত-অনুরাগীদের খুশি করতে পেরেছি জেনে ভালো লাগছে।'' শনিবারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দুদলের কাছেই বাঁচা-মরার। ধোনি বনাম কোহলি সবসময়েই বারুদে ঠাসা লড়াইয়ের জন্ম দেয়। শনিসন্ধ্যার ম্যাচও সেরকমই হবে বলে মনে করছেন ক্রিকেটপাগলরা।