shono
Advertisement

জেলে ইমরান, ‘নির্বাসিত’ নওয়াজকে পাকিস্তানে ফেরাতে লন্ডনে শাহবাজ শরিফ?

নওয়াজের দেশে ফেরার আইনি জটিলতা কাটাতে লন্ডনে পৌঁছেছে লিগ্যাল টিমও।
Posted: 04:39 PM Aug 20, 2023Updated: 04:39 PM Aug 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারাদণ্ড পাওয়া প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের (Nawaz Sharif) সঙ্গে দেখা করবেন তাঁর ভাই শাহবাজ শরিফ। রবিবারই লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন শাহবাজ (Shehbaz Sharif)। সেখানেই দুই ভাইয়ের বৈঠক হবে বলে জানিয়েছেন সদ্যপ্রাক্তন পাক মন্ত্রী মরিয়ম। সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রীর এহেন পদক্ষেপে নওয়াজ শরিফের পাকিস্তানের (Pakistan) ফেরার পথ আরও প্রশস্ত হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই পাক রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন নওয়াজ শরিফ।

Advertisement

২০১৯ সাল থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে লন্ডনে (London) রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তার আগেই দুর্নীতির কারণে ১১ বছরের জন্য কারাদণ্ডের পাশাপাশি বিশাল অঙ্কের জরিমানাও করা হয় তাঁকে। কিন্তু লন্ডন থেকে আর পাকিস্তানে ফেরেননি নওয়াজ। ২০২১ সালে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসাবে ঘোষণা করে ইসলামাবাদ হাই কোর্ট। এই সব কিছুই ঘটেছিল প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সময়ে।

[আরও পড়ুন: কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ঠাঁই ‘বিদ্রোহী’দেরও, বাংলা থেকে জায়গা পেলেন দু’জন]

তবে ধীরে ধীরে পাকিস্তানের রাজনীতিতে পালাবদল ঘটেছে। ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান। দুর্নীতি-সহ শতাধিক মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। আপাতত জেলে বন্দি রয়েছেন পাকিস্তানের কাপ্তান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সংগঠনও বেশ নড়বড়ে। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের সরকার ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আপাতত পাকিস্তান পরিচালনার ভার রয়েছে কেয়ারটেকার সরকারের হাতে। আগামী ছয়মাসের মধ্যে সেদেশে নির্বাচন হতে পারে।

পাক রাজনীতির বিশেষজ্ঞদের মতে, দেশে ফেরার জন্য এটাই আদর্শ সময় হতে পারে নওয়াজ শরিফের কাছে। ইতিমধ্যেই তাঁর পাকিস্তানে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এহেন পরিস্থিতিতে নওয়াজ শরিফের কন্যা এক্স-এ (টুইটারের বর্তমান নাম) পোস্ট করে জানান, রবিবার লাহোর থেকে লন্ডনে পাড়ি দেবেন শাহবাজ শরিফ। লন্ডনে থাকার সময়েই নওয়াজ শরিফের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। তবে কারাদণ্ড পাওয়া প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে কিছু জানানো হয়নি এই পোস্টে। তবে সূত্রের খবর, দলে লিগ্যাল টিমও শাহবাজের সঙ্গে লন্ডন যাচ্ছেন। দেশে ফেরার পথে আইনি বাধা মিটিয়ে আগামী মাসেই নওয়াজ পাকিস্তানে ফিরবেন বলেই অনুমান। প্রসঙ্গত, দিন কয়েক আগেই শাহবাজ শরিফ জানিয়েছিলেন, নির্বাচনের আগে দেশে ফিরে দলের হাল ধরবেন নওয়াজ।

[আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডে নয়া মোড়, আচমকাই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement