shono
Advertisement

‘কওমি জননী’ উপাধিতে ভূষিত শেখ হাসিনা

সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই, বললেন হাসিনা। The post ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত শেখ হাসিনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Nov 04, 2018Updated: 08:25 PM Nov 04, 2018

সুকুমার সরকার, ঢাকা: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে এবার ‘কওমি জননী’ উপাধি দেওয়া হল। আজ, রবিবার ঢাকার সুরাবর্দি ময়দানে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ এ উপাধি দেওয়া হয়। অপরদিকে হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানিয়েছেন শোলাকিয়ার ইমাম ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা ফরিদউদ্দীন মাসুদ। তিনি আলেমদের একমঞ্চে আনা ও কওমি আলেমদের খেদমতের জন্য এ পদকের দাবিদার বলে জানান মাওলানা মাসুদ। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সম্মান প্রদান আইন, ২০১৮’ পাস হওয়ায় রাজধানীর সুরাবর্দি উদ্যানে কওমি শিক্ষার্থীদের ‘শোকরানা মাহফিল’ অনুষ্ঠিত হয়। আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমি শাহ আহমদ শফি।

Advertisement

[পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ব্যাংক আধিকারিক]

এর আগে গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী, মাদার অব হিউমিনিটি-সহ অনেক উপাধিতে ভূষিত হন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন একাদশ নির্বাচনের কথা উল্লেখ করে কওমি মাদ্রাসার আলেম-শিক্ষার্থী সবার কাছে দোয়া চেয়েছেন শেখ হাসিনা। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। তিনি প্রধানমন্ত্রীর হাতে শুকরানা ক্রেস্ট তুলে দেন। ধর্ম অবমাননাকারীদের কঠোর শাস্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম ও নবী করিম সম্পর্কে কেউ অবমাননাকর কথা বললে, আইন দ্বারাই তার বিচার হবে।কওমি শিক্ষার্থীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। কাজেই এই অপপ্রচারে কেউ বিশ্বাস করবেন না। প্রধানমন্ত্রী বলেন, অপপ্রচার বন্ধ করতে সাইবার ক্রাইম আইন তৈরি করেছি। সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা সন্ত্রাসী তাদের কোনও ধর্ম নেই। তাদের কোনও দেশ নেই, তাদের কোনও সমাজ নেই। তারা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গিবাদী।

[শুধু প্রার্থী নয়, দলের পদেও থাকতে পারবেন না খালেদা]

The post ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত শেখ হাসিনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার