shono
Advertisement

অন্তরালে থেকেই সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা, কোথায় সন্দেশখালির শাহজাহান?

গত ২১ দিন ধরে কোনও খোঁজ নেই শেখ শাহজাহানের।
Posted: 08:29 PM Jan 26, 2024Updated: 08:31 PM Jan 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশ দিন ধরে খোঁজ নেই শেখ শাহজাহানের। খাঁ খাঁ করছে সাম্রাজ্য। তৃণমূল নেতার খোঁজ পাচ্ছেন না কেউ। অথচ সোশাল মিডিয়ায় সমান ‘অ্যাকটিভ’ সন্দেশখালির বেতাজ বাদশা। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। ফেরার তৃণমূল নেতা কোথায়, তা নিয়ে এখনও জারি জোর ধোঁয়াশা।

Advertisement

অন্তরালে থেকে শেখ শাহজাহান ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। শুধু তাই নয় ফেসবুকের প্রোফাইল পিকচারও বদল করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি সচল রাখার জন্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তাঁর অনুগামীরা চালিয়ে যাচ্ছেন? না অন্য কেউ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন?

[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে বিচারপতি বনাম বিচারপতি, বেনজির সংঘাতে সুপ্রিম হস্তক্ষেপ]

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় তা নিয়ে সরগরম বঙ্গের রাজনীতি। সন্দেশখালি কাণ্ডের পর তৃণমূল নেতাকে কেন এখনও গ্রেপ্তার করতে পারল না পুলিশ, সরব বিজেপি। শুভেন্দু অধিকারী শুক্রবার বসিরহাটের হাসনাবাদ ব্লকে মিছিল করেন। বলেন, “শাহজাহান গর্তে ঢুকে আছেন।” শাহজাহান অন্তর্ধান রহস্য নিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির দাবি খারিজ করে বিরোধী দলনেতার খোঁচা, “ওসব ফালতু কথা।”

[আরও পড়ুন: নিউটাউনের অভিজাত আবাসনের ১০ তলা থেকে ‘ঝাঁপ’ বধূর, দাম্পত্য অশান্তির জের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার