shono
Advertisement

‘কাশ্মীর দখলের পর ভারতে হামলা করব’, ভাইরাল শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যের ভিডিও

'গাজওয়া-ই হিন্দ' প্রতিষ্ঠার ডাক দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার।
Posted: 09:29 AM Dec 25, 2020Updated: 09:29 AM Dec 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর বিতর্কিত মন্তব্য করে ভারতীয়দের রোষানলে পড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। পরে একসময়ের সহ-খেলোয়াড় দানিশ কানোরিয়ার সমর্থনে মুখ খোলায় প্রাক্তন পাক ফার্স্ট বোলারের প্রতি একটু নরম হন ভারতীয়রা। কিন্তু, ফের তাঁর ‘গাজওয়া-ই হিন্দ’ প্রতিষ্ঠার জন্য মুসলিমদের কাছে আবেদনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের শিক্ষিত ও প্রভাবশালী ব্যক্তিরাও যে এই ধরনের অলীক কল্পনায় বিশ্বাস করে তার জ্বলজ্যান্ত প্রমাণ পেয়ে চমকে উঠেছেন নেটিজেনরা।

Advertisement

সম্প্রতি ভাইরাল হওয়া বিতর্কিত ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar) সেদেশের একজন মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলার ফাঁকে শোয়েব আচমকা ভারতে ‘গাজওয়া-ই হিন্দ’ (Ghazwa-e-Hind) প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন। এপ্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া-ই হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে। ওইদিন দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর জল। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছবে। সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। তারপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আক্রমণ করবে ভারতের উপর।’

[আরও পড়ুন: ২০২২ থেকেই আইপিএল হবে দশ দলের, সিদ্ধান্ত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়]

তাঁর এই মন্তব্যের কথা জানাজানি হতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের বেশিরভাগ মানুষই যদি এই অলীক কল্পনায় বিশ্বাস করেন তারও ফের প্রমাণ মিলেছে। বিভিন্ন ইসলামিক রচনায় স্থান পাওয়া ভারতের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করার এই ভাবনা যে আজও পাকিস্তানের মননে দৃঢ়ভাবে রয়েছে তা দেখে চমকে উঠছে গোটা বিশ্ব। জঙ্গিদের মদত করতে করতে পাকিস্তান সরকার ও বেশিরভাগ মানুষ যেভাবে মৌলবাদী চিন্তাধারায় বিশ্বাস করতে শুরু করেছে। তাতে ভবিষ্যতে তাদের পক্ষে বড় বিপদ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: ‘একেক জনের জন্য একেক নিয়ম’, কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিস্ফোরক গাভাসকর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement