অর্ণব আইচ: ফের রাতের কলকাতায় চলল গুলি। ময়লা ফেলাকে কেন্দ্র করে অশান্তির জেরে গুলি চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কসবার বৈকুন্ঠঘোষ রোডে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সৌমিত মণ্ডল। বৈকুন্ঠঘোষ রোডের বাসিন্দা তিনি। স্থানীয় সূ্ত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকারই একটি ক্লাবের সামনে নোংরা ফেলতে গিয়েছিলেন সৌমিত। স্বাভাবিকভাবেই স্থানীয়রা তাঁকে বারণ করে। সেই সময় নাকি ঘরে ফিরে যায় সে। কিছুক্ষণ পর ফিরে আসে হাতে পিস্তল নিয়ে। শূন্য দু রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়।
[আরও পড়ুন: বাংলার একই পরিবারের চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু বেঙ্গালুরুতে]
রাতেই অভিযুক্ত সৌমিতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ধৃত যুবক নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে পরিচয় দিত। পুলিশের স্টিকার দেওয়া গাড়িতে ঘুরত। বাবার লাইসেন্স প্রাপ্ত পিস্তল থেকেই এদিন ওই যুবক গুলি চালিয়েছে বলে খবর। এই সামান্য ঘটনায় গুলি চালানোয় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।