shono
Advertisement

গায়ে জল ফেলাকে কেন্দ্র করে বচসা, রাতের শহরে চলল গুলি

ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ The post গায়ে জল ফেলাকে কেন্দ্র করে বচসা, রাতের শহরে চলল গুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:21 AM Apr 14, 2019Updated: 11:25 AM Apr 14, 2019

অর্ণব আইচ: ব্যালকনি থেকে কুলকুচি করে ফেলা জল প্রতিবেশীর গায়ে পড়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিবাদ৷ আর মামুলি এই ঝামেলাতেই রাতের শহরে চলল গুলি৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়াল তিলজলার তাড়িখানা রোডে৷ ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়ে ফাঁকা কার্তুজ এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র৷ 

Advertisement

[ আরও পড়ুন: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান]

শনিবার ভোররাত তিনটে নাগাদ নাইট ডিউটি সেরে তিলজলার তাড়িখানা রোডে নিজের ফ্ল্যাটে ফেরেন বিনোদ রায় নামে এক ব্যক্তি৷ বাড়ি ফিরে মুখ ধুতে ধুতে ব্যালকনিতে যান তিনি৷ কুলকুচি করে ব্যালকনি থেকে নিচে জল ফেলেন ওই ব্যক্তি৷ সেই সময় নিচে জীবত নামে এক প্রতিবেশী দাঁড়িয়েছিলেন৷ তাঁর গায়ে ওই জল লাগে বলেই অভিযোগ৷ এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসার সূত্রপাত৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে বাধ্য হয়ে ফ্ল্যাটের বাসিন্দারা তিলজলা থানায় খবর দেন৷ পুলিশকে খবর দেওয়ার কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিবেশী জীবত৷ তিনি ফ্ল্যাট লক্ষ্য করে প্রথমে কাচের বোতল ছুঁড়তে শুরু করেন৷ তাতেই ভেঙে যায় ফ্ল্যাটের বেশ কয়েকটি জানলা৷ এরপর কোনও কথা না বলেই গুলি চালাতে শুরু করে ওই প্রতিবেশী৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দু’রাউন্ড গুলি চালায় প্রতিবেশীরা৷ তবে বরাতজোরে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়৷ কেউই গুলিতে জখম হননি৷ 

[ আরও পড়ুন: তারকা প্রার্থীদের প্রচারে বেরতে হবে কনভয় ছাড়াই! নির্দেশ কমিশনের]

এদিকে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তিলজলা থানার বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালানোর অভিযোগে প্রতিবেশী জীবত এবং তার ভাইকে গ্রেপ্তার করে৷ এছাড়াও ফাঁকা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়৷ এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা৷ নতুন করে যাতে আর কোনও অশান্তি না হয় তাই পুলিশ ওই এলাকার উপর নজর রেখেছে৷

The post গায়ে জল ফেলাকে কেন্দ্র করে বচসা, রাতের শহরে চলল গুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement