বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: সাতসকালে ফের রাজ্যে শুটআউট। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মহিলাকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) নবদ্বীপে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম রানু বৈরাগ্য। নদিয়ার নবদ্বীপের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। বছর দুয়েক আগে তাঁর স্বামী মারা যান। বর্তমানে ছেলে ও মেয়ে নিয়েই থাকতেন রানুদেবী। সংসার চালাতে পরিচারিকার কাজ করতেন। প্রতিদিনই প্রাতঃভ্রমণে যেতেন তিনি। বুধবারও তার অন্যথা হয়নি। এদিন ভোর পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রানু। ভাবতেও পারেননি এত বড় বিপদ অপেক্ষা করছে তাঁর জন্য।
[আরও পড়ুন: করোনাতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে বাংলা, টানা ৯ দিন করোনায় মৃত্যুহীন রাজ্য]
সূত্রের খবর, রানুদেবী নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর কানের পাশে গুলি করে দুষ্কৃতী। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মহিলা। সাতসকালে এই ঘটনায় হতবাক হয়ে যান ঘটনাস্থলে থাকা বাকিরাও। সেই সুযোগে চম্পট দেয় অভিযুক্ত। সম্বিত ফিরতেই তড়িঘড়ি মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা রানুদেবীকে মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
কিন্তু কী কারণে এই খুন? তা নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশায় পুলিশ। কারও সঙ্গে শত্রুতা ছিল রানুদেবীর? নাকি আর্থিক কোনও সমস্যার কারণে এই পরিণতি? তা এখনও অজানা। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খুনের কারণ জানতে মহিলার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে অভিযুক্তের হদিশ পাওয়ার চেষ্টা শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে শনাক্ত করতে খতিয়ে দেখা হবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।
[আরও পড়ুন: স্কুলে শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, নয়া আচরণবিধি জারি করল রাজ্য]