তারক চক্রবর্তী, শিলিগুড়ি: দুষ্কৃতীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) প্রধাননগরে। হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ পুলিশকর্মী।
জানা গিয়েছে, বিহারের বাসিন্দা রাজ পাণ্ডে শিলিগুড়িতে এসে প্রতারণার ফাঁদ পেতেছিলেন কিছুদিন আগেই। নীল বাতির গাড়িতে ঘুরত সে। নিজেকে ডেপুটি কালেক্টর পরিচয় দিয়ে চাকরির নামে একাধিক লোকের থেকে টাকা তুলত বলে অভিযোগ। পুলিশে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সম্প্রতি পুলিশ জানতে পারে, দাগাপুর এলাকায় গা ঢাকা দিয়েছে রাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দাগাপুর এলাকার একটি আবাসনে হানা দেয় প্রধাননগর থানার এসআই, আইসি-সহ কয়েকজন পুলিশ কর্মী।
[আরও পড়ুন: পিকআপ ভ্যানে গরুপাচারের ছক! হাতেনাতে ধরলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল]
অভিযোগ, ফ্ল্যাটের দরজা খুলেই আইসি অনির্বাণ ভট্টাচার্যকে লক্ষ্য করে গুলি চালায় রাজ পাণ্ডে। কিন্তু ঘটনাচক্রে সেই গুলি গিয়ে লাগে এসআই রবীন্দ্রনাথ সরকারের পায়ে। রক্তে ভেসে যায় ফ্ল্যাট। আক্রমণের মাঝেই রাজকে গ্রেপ্তার করে পুলিশ। হাসপাতালে ভরতি করা হয়েছে গুলিবিদ্ধ পুলিশ কর্মীকে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]