shono
Advertisement

ভোটের আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ, চলল গুলি, তৃণমূল বনাম তৃণমূলে জখম ৯

Published By: Paramita PaulPosted: 08:02 PM Apr 08, 2024Updated: 08:59 PM Apr 08, 2024

কল্যাণ চন্দ ও চন্দ্রজিৎ মজুমদার: লোকসভা নির্বাচনের আগেই ফের চলল গুলি! জমিজমা নিয়ে বিবাদের জেরে রক্তারক্তি মুর্শিদাবাদে। তবে এর নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে খবর। অশান্তির জেরে জখম অন্তত ৯। গুলিবিদ্ধ অন্তত ২। সোমবার ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে।

Advertisement

জানা গিয়েছে, জামিনদার শেখ ও লাটু শেখের মধ্যে জমি নিয়ে অশান্তি অনেকদিনের। জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই গুলি চলে। বিবাদমান সকলেই তৃণমূলের কর্মী বলে খবর। আহতরা হলেন ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সমিরুল শেখ ও মুন্তাজ শেখ। প্রথম দুজনের গুলি লেগেছে। এছাড়াও আহত হন জেসমিন বিবি ও রাজমিন খাতুন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।

[আরও পড়ুন: তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! লোকসভা ভোটের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]

স্থানীয় সূত্রে খবর, আহতদের সঙ্গে সাদল পঞ্চায়েতের তৃণমূল সদস্য সারুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ ছিল। নদীর ধারে বাঁধের উপর জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল। সেই নিয়ে এদিন ফের ঝামেলা বাঁধে। সোমবার বিকেলে আহতদের সঙ্গে সারুল সেখের পরিবারের বচসা বাঁধে। যে কারনে গুলি চলে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। দুজন তৃণমূল কর্মী বলে পরিচিত। জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

[আরও পড়ুন: কংগ্রেসের পর সিপিএম, ভোটের আগে প্রায় ৫ কোটি টাকা ফ্রিজ আয়কর দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement