বিশ্বের সেরা ৩০ পর্যটনস্থলের মধ্যে অন্যতম সিকিম, তুষারপাতে আরও মনোরম পাহাড়ি কন্যা
পূর্ব সিকিমের নাথু-লাও মুখ ঢেকেছে হালকা বরফের চাদরে।
Tap to expand
বিশ্বে ত্রিশতম সুন্দর স্নিগ্ধ শীতল ভ্রমণস্থলের তালিকায় জায়গা করে নিল সিকিম। মঙ্গলবার প্রকাশিত ন্যাশনাল জিওগ্রাফির ২০২৪ সালের সেরা ভ্রমণস্থলের রিপোর্টে ওই শিরোপার কথা ঘোষণা করা হয়েছে।
Tap to expand
সিকিম পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল জিওগ্রাফির তালিকায় ভারতের একমাত্র রাজ্য হিসেবে সিকিম জায়গা করে নিয়েছে। পম্পেই, চিলির আতাকামা মরুভূমি, আলবেনিয়ার আনা মালিত পর্বতমালা এবং চীন ও তাইওয়ানের সঙ্গে রয়েছে ভারতের সিকিম।
Tap to expand
এদিকে সেরার শিরোপা মিলতেই তুষারাবৃত হয়ে যেন আরও সুন্দরী হয়ে উঠেছে সিকিম! মঙ্গলবার রাতে হালকা বৃষ্টির পরই উত্তর সিকিমের উঁচু এলাকায় তুষারপাত শুরু হয়েছে। যদিও বন্যাবিধ্বস্ত ওই এলাকায় এখনও পর্যটকদের ভ্রমণ বন্ধ রয়েছে।
Tap to expand
সিকিম পর্যটন দপ্তরের উপদেষ্টা রাজ বসু জানান, এই মুহুর্তে সিকিমে পর্যটক সংখ্যা খুবই কম। বুধবার কিছু পর্যটক শিলিগুড়ি থেকে সিকিমের পথে রওনা হলেও ১০ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটে নাকাল হতে হয়েছে।
Tap to expand
পূর্ব সিকিমের নাথু-লাও মুখ ঢেকেছে হালকা বরফের চাদরে। আবহাওয়া দপ্তরের তরফে পূর্ব সিকিমে হালকা বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবারও নাথুলার নিচে ছাঙ্গু লেক এলাকায় ভারি তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
Tap to expand
সিকিমের পর্যটন দপ্তরের অতিরিক্ত সচিব বন্দনা ছেত্রী সিকিম , ওই সম্মান সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং অন্য বিষয়গুলোকে বিশ্বের দরবারে তুলে ধরবে। দেশ-বিদেশের ভ্রমণকারীদের কাছে এই রাজ্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তথ্য: বিশ্বজ্যোতি ভট্টাচার্য।
Published By: Paramita PaulPosted: 07:32 PM Nov 22, 2023Updated: 07:37 PM Nov 22, 2023
পূর্ব সিকিমের নাথু-লাও মুখ ঢেকেছে হালকা বরফের চাদরে।