shono
Advertisement

শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় ১৩ জনের যাবজ্জীবন

বাকি ১০ জনের সাজা ঘোষণা করা হবে বৃহস্পতিবার।
Posted: 05:30 PM Feb 28, 2024Updated: 07:08 PM Feb 28, 2024

সম্যক খান: শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় ১৩ জনকে যাবজ্জীবন সাজা দিল মেদিনীপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। দোষীদের প্রত‌্যেককেই ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেছেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও ৩ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। মোট ১৪টি ধারায় পৃথক পৃথকভাবে সাজা ঘোষণা করা হয়েছে। তবে সবগুলি একসঙ্গেই চলবে। বাকি ১০ জনের সাজা ঘোষণা করা হবে বৃহস্পতিবার।

Advertisement

বুধবার মনসারাম হেমরম ওরফে বিকাশ (প্রথম সারির মাওবাদী নেতা, কিষাণজির ঘনিষ্ঠ), ঠাকুরমণি হেমরম ওরফে তারা ওরফে পাখি (বিকাশের স্ত্রী, নিজেও প্রথম সারির মাওবাদী নেত্রী), কল্পনা মাইতি ওরফে অনু ওরফে রীনা (প্রথম সারির মাওবাদী নেত্রী), মানস মাহাতো, কাজল মাহাতো, মঙ্গল সোরেন, সনাতন সোরেন, শুকলাল সোরেন, কানাই হাঁসদা, রাজেশ হাঁসদা ওরফে ভাঁটু, শ‌্যামচরণ হাঁসদা, রাজেশ মুণ্ডা
এবং ইন্দ্রজিৎ কর্মকারকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

দোষীদের বিরুদ্ধে কোন ধারায় কী সাজা ঘোষণা হয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক।

  • ভারতীয় দণ্ডবিধির ১২১ নম্বর ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ভারতীয় দণ্ডবিধির ১২১(এ) ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ভারতীয় দণ্ডবিধির ১৩৩ ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ভারতীয় দণ্ডবিধির ১২০(বি)ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)

[আরও পড়ুন: ২০১৪-র ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে ‘গরমিল’! অরূপ বিশ্বাসকে তলব ইডির]

  • অস্ত্র আইনে ২৫(১)(এ)ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • অস্ত্র আইনে ২৭(৩) ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ইউএপিএ ১৬(১)(এ) ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ইউএপিএ ১৮ ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ইউএপিএ ২০ ধারায় যাবজ্জীবন সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ইউএপিএ ৩৮ ধারায় ১০ বছর কারাদণ্ড সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • ইউএপিএ ৩৯ ধারায় ১০ বছর কারাদণ্ড সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • এক্সপ্লোসিভ অ‌্যাক্টে ৩ অনুযায়ী, ১০ বছর কারাদণ্ড সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)
  • এক্সপ্লোসিভ অ‌্যাক্টে ৪ অনুযায়, ২০ বছর কারাদণ্ড সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। (অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাদণ্ড)

[আরও পড়ুন: মাঝপথে গ্রেপ্তার করে পুলিশ, দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে এবার সন্দেশখালি যেতে অনুমতি হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার