সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য৷ রবিবার সকালে ওই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন অশোক ভট্টাচার্য৷

[আরও পড়ুন: কফিনবন্দি হয়ে শেষবার বাড়ি ফিরল জওয়ান, গান স্যালুটে শ্রদ্ধাজ্ঞাপন]
পরিবার সূত্রে খবর, প্রতিদিন একটু ভোর ভোর ঘুম থেকে ওঠাই অভ্যাস শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের৷ ঘুম ভাঙার পর মোটামুটি ঠিকই ছিলেন৷ কিন্তু একটু পর থেকে তাঁর অসুস্থতা বাড়তে থাকে৷ তিনি জানান, বুকে ব্যথা হচ্ছে৷ পারিবারিক চিকিৎসককে ডাকা হয়৷ তিনি এসে অশোক ভট্টাচার্যের কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন৷ তিনি হৃদরোগে আক্রান্ত বলেই অনুমান করেন ওই চিকিৎসক৷ তাঁর পরামর্শেই মেয়রকে ভরতি করা হয় শহরের বেসরকারি হাসপাতালে৷ সেখানে ইসিজি-সহ নানা প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করা হয়৷ এরপর চিকিৎসকরা নিশ্চিত হন অশোক ভট্টাচার্য হৃদরোগে ভুগছেন৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন আপাতত বাম নেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ তিনি স্থিতিশীল৷ আপাতত বেশ কয়েকদিন হাসপাতালে ভরতি থাকতে হবে বর্ষীয়ান বাম নেতাকে৷
[আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা]
অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি অশোক ভট্টাচার্যের৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় মন্ত্রীও ছিলেন তিনি৷ শক্ত হাতে সামলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব৷ বর্তমানে বামেদের ভরাডুবির সময়েও শিলিগুড়ি পুরসভার দায়িত্ব সামলাচ্ছেন সেই তিনিই৷ তাঁর দলের কর্মীদের মতে, কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে দলকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে শিলিগুড়িতে প্রায় অক্সিজেনের মতো কাজ করেছেন অশোক ভট্টাচার্য৷
শাসকদল তৃণমূলকে টেক্কা দিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’র অনুকরণে ‘মেয়রকে বলো’ কর্মসূচিও শুরু করেছিলেন বামফ্রন্ট শাসিত শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। পুর এলাকার যাবতীয় সমস্যা, অভাব, অভিযোগ জানাতে ‘মেয়রকে বলো’ কর্মসূচি চালু করা হয়েছিল বলেই জানান তিনি৷ দলীয় কর্মী সমর্থকদের দাবি, ‘মেয়রকে বলো’ কর্মসূচিতে সাড়াও মিলছিল ভালই৷ এই পরিস্থিতিতে তাঁর অসুস্থতায় বাম কর্মী-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ৷
The post হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য appeared first on Sangbad Pratidin.