সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের নামের পাশে এমন অঙ্কের টাকার চুক্তি থাকলে অবাক হওয়ার কিছু থাকে না৷ কিন্তু নন-ক্রিকেটার হিসাবে এত বড় অঙ্কের চুক্তি এর আগে কেউ পাননি৷ পিভি সিন্ধু এবার এমনই এক রেকর্ডের সামনে৷ একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে তিন বছরে চুক্তি করলেন হায়দরাবাদের এই ব্যাডমিন্টন তারকা৷ চুক্তিবাবদ তিনি পাবেন পঞ্চাশ কোটি টাকা৷
ওলিম্পিকে রুপো জয়ের পর এমনিতেই বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্টের কাজে ব্যস্ত সিন্ধু৷ একের পর এক সংবর্ধনা অনুষ্ঠানেও পাওয়া যাচ্ছে তাঁকে৷ বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তিনি প্রচণ্ড ব্যস্ত৷ চলতি মাসের শেষের দিকে কোরিয়া ওপেন সুপার সিরিজ থেকেও নাম তুলে নিতে বাধ্য হয়েছেন তিনি৷ কারণ, রিও থেকে ফেরার পর থেকে ভাল মতো প্র্যাকটিস করতে পারেননি৷ একের পর এক শুটিংয়ের জন্য তাঁর রোজকার প্রস্তুতি এখন ঠিকঠাক হচ্ছে না৷ সিন্ধু সেটা নিজেও ক’দিন আগে জানিয়েছিলেন৷ এরই মাঝে এত বড় মাপের এক চুক্তি এসে পড়ল তাঁর ঝুলিতে৷ ফলে বিজ্ঞাপনী প্রচারের জন্য তাঁর ব্যস্ততা যে আরও বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না৷ সংশ্লিষ্ট স্পোর্টস ম্যানেজেমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তুহিন মিশ্রা বলছিলেন, “ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জন্য সিন্ধু নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ ওঁর জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে৷ টোকিও ওলিম্পিকেও ওঁর পদক জয়ের সম্ভাবনা প্রবল৷ পরের তিন বছর তাই আমরা সিন্ধুর সঙ্গে চুক্তিবদ্ধ হতে চেয়েছিলাম৷”
সামনে অপেক্ষা করে রয়েছে বেশ কয়েকটি সুপার সিরিজ৷ কোরিয়া সুপার সিরিজ থেকে নাম তুললেও পরের মাসে আরেকটি টুর্নামেন্টে তাঁকে দেখা যাবে, এমনই জানিয়েছেন হায়দরাবাদি শাটলার৷
The post রেকর্ড! ৫০ কোটি টাকার চুক্তি সিন্ধুর appeared first on Sangbad Pratidin.