shono
Advertisement

মাথায় টুপি, পরনে স্যান্ডো গেঞ্জি, করিনার ‘বোলে চুড়িয়া’গানে নেচে ভাইরাল টিকটক স্টার!

শুধু করিনা নয়, ভিডিওতে রয়েছেন নকল শাহরুখ, কাজলও!
Posted: 07:13 PM Nov 06, 2021Updated: 09:35 PM Nov 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া ব্য়াপারটা দারুণ মজার। এই সোশ্যাল মিডিয়াকে ভর করে খুব সহজেই বিশ্বের এক কোণা থেকে আরেক কোণা দাপিয়ে বেড়ানো যায়। একেবারে মিলে মিশে যায় নানা দেশের নানারকম সংস্কৃতি। ঠিক যেমন বলিউডের গান পৌঁছে গেল সুদূর সিঙ্গাপুরে! আর শুধুই গান নয়, বলিউডের করিনা কাপুরের (Kareena Kapoor Khan) আদলে ভিডিও বানিয়ে ফেলল সিঙ্গাপুরের টিকটক স্টার এক যুবক! হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। একদল যুবক মিলেই ঘটিয়ে ফেলেছেন এই কাণ্ড। ভিডিওতে ‘কভি খুশি, কভি গম’ ছবির ‘বোলে চুরিয়া’ গানে কেউ সাজলেন করিনা, কেউ সাজলেন হৃতিক। বাদ পড়ল না শাহরুখ কাজলও।

Advertisement

গপ্পোটা একটু বিশদে বলা যাক। জনপ্রিয় টিকটক অ্যাপ ভারতে নিষিদ্ধ হলেও, সিঙ্গাপুরে কিন্তু রমরম করে চলছে এই অ্যাপ। আর এই অ্য়াপের কল্যাণেই টুইটারের হাত ধরে এক নাচের ভিডিও এদেশে এখন দারুণ ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, মাথায় টুপি, স্যান্ডো গেঞ্জি পরে এক যুবক করিনা কাপুরের কায়দায় একেবারে নেচে উঠেছেন। সঙ্গে রয়েছে তাঁর বন্ধুরাও। যুবকটি করিনার নাচটিকে অবিকল নকল করেছেন। যা দেখে একেবারে হতবাক নেটিজেনরা।

[আরও পড়ুন: খোশামেজাজে ভিডিও আপলোড করার পরই বিমান দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় ব্রাজিলীয় গায়িকার]

ইতিমধ্যেই এই ভিডিও দেখে হইচই পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে টুইটের পর টুইট করছেন নেটিজেনরা। আর সব টুইটেই যুবকের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা।

এ ধরনের ভিডিও আজকাল ইউটিউবে খুবই জনপ্রিয়। কোনওটা মালেশিয়া আবার কোনওটা ইন্দোনেশিয়ার। বিদেশের মাটিতে বলিউড গান কতটা জনপ্রিয় তার প্রমাণ এই ভিডিও গুলোই।

[আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার দিয়েও পাননি, মোদি-মমতাকে খোলা চিঠি প্রসেনজিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার