shono
Advertisement

খুঁজে নিন ভ্যালেনটাইন, সিঙ্গলদের প্রবেশ নিষেধ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘নোটিস’ঘিরে চাঞ্চল্য

কী জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
Posted: 06:58 PM Feb 04, 2022Updated: 09:29 PM Feb 04, 2022

দীপঙ্কর মণ্ডল: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে। আর তার আগেই খুঁজে নিতে হবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হবে ভ্যালেন্টাইনস ডে-র (Valentines’ Day 2022) অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ! বিশ্ববিদ্যালয়ের তরফে এমন নোটিস আসতেই ছড়ায় তীব্র চাঞ্চল্য। তবে কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়েছে, এই নোটিস বৈধ নয়।

Advertisement

শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) একটি নোটিস রীতিমতো ভাইরাল হয়ে যায়। যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড খুঁজে নেওয়ার শেষদিন। সঙ্গী খুঁজে নথিভুক্ত করতে হবে নাম। কারণ ভালবাসার দিনে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। আর তাতে সিঙ্গলরা প্রবেশ করতে পারবেন না। সঙ্গীর হাত ধরেই সেখানে যাওয়া যাবে। নোটিসটির নিচে জ্বলজ্বল করছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই। স্বাভাবিক ভাবেই এমন নোটিস শোরগোল ফেলে দেয় চতুর্দিকে। অনেকেই বিশ্বাস করতে পারেননি, ঐতিহ্যবাসী বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় কীভাবে এমন নোটিস দিতে পারে!

[আরও পড়ুন: দর্শকহীন ইডেনেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ, জানিয়ে দিলেন সৌরভ]

তবে খোঁজ নিতেই ঝুলির ভিতর থেকে বিড়াল বেরিয়ে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, পুরোটাই জাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাতেই এমনটা করা হয়েছে। তাদের তরফে এও জানানো হয়, রেজিষ্ট্রার স্নেহমঞ্জু বসুর সই জাল করে এই বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। ভ্যালেনটাইন্স ডে নিয়ে এমন কোনও নোটিস জারি করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য দীর্ঘদিন পর করোনাতঙ্ক কাটিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন পড়ুয়ারা। ভারচুয়াল দুনিয়া ছেড়ে ফের অফলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা। তবে এরই মধ্যে হঠাৎই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমন ‘নোটিসে’ হইচই পড়ে যায়। তবে কে বা কারা এমনটা করল, কোন উদ্দেশ্যেই বা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: প্রথম বিমানটি উড়িয়েছিলেন খোদ জেআরডি টাটা! এয়ার ইন্ডিয়ার সেই আমলের এই গল্পগুলি জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement