সুকুমার সরকার, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে শুরু বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। বুধবার উত্তরায় অনুষ্ঠান শেষে উত্তরা থেকে মেট্রোরেল যাত্রী নিয়ে আগারগাঁওয় যাবে প্রথম রেকটি। প্রথম সফরে যাত্রী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এবং এই রেকের চালক হিসেবে নজির গড়তে চলেছেন মরিয়ম আফিজা।
পদ্মা সেতু চালু হওয়ার পর পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরেকটি বড় পদক্ষেপ করেছে বাংলাদেশ। বহুল প্রতীক্ষিত ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন-৬-এর প্রথম অংশ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রেল নিয়মিত চালাতে ইতিমধ্যেই ৬ জন মহিলা চালককে নেওয়া হয়েছে। তাঁর মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনের দিনই চালকের আসনে বসছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালক হিসেবে যোগ দেন মরিয়ম আফিজা। সূত্রের খবর, মরিয়ম টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন।
[আরও পড়ুন: মাঝ সমুদ্রে এক মাস! অবশেষে ইন্দোনেশিয়া পৌঁছল ৫৭ রোহিঙ্গা শরণার্থী]
জানা গিয়েছে, উত্তরা থেকে আগারওগাঁও পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট, ভাড়া পড়বে ৬০ টাকা। প্রকল্প সূত্র বলছে, প্রতি মেট্রোর ছয়টি কোচের মধ্যে দুই প্রান্তের দুটি কোচ অর্থাৎ ট্রেইলর কারে চালক থাকবেন। এসব কোচে ৪৮ জন করে যাত্রী বসতে পারবে। মাঝখানের চারটি কোচ মোটরকারে বসার ব্যবস্থা আছে ৫৪ জনের। সব মিলিয়ে একটি মেট্রোতে বসে যেতে পারবে ৩০৬ জন। প্রতিটি কোচ সাড়ে ৯ ফুট চওড়া। দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে। সব মিলিয়ে একটি ট্রেনে বসে ও দাঁড়িয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ জন যাত্রী চড়তে পারবেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো ট্রেনের দুই পাশে সবুজ রঙের প্লাস্টিকের দুই সারি লম্বা আসন পাতা হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত।
তীব্র যানজটে অতিষ্ঠ রাজধানী ঢাকার মানুষকে স্বস্তি দিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে প্রথমবারের মতো যাত্রী নিয়ে ছুটবে শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটার উড়াল-রেলপথটি মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে স্বাচ্ছন্দ্যে পেরিয়ে যাবেন যাত্রীরা।তবে প্রথমদিকে মেট্রোরেল চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝপথে কোথাও থামবে না। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। তবে ২৬ মার্চ থেকে এই রুটে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল পুরোদমে চলবে। সেদিন থেকে সব স্টেশনে থেমে যাত্রী তুলবে। পুরোদমে চলাচল শুরু হলে চলবে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত। আপাতত ২০০ যাত্রী নিয়ে চলবে রেলটি।